Tuesday, August 26, 2025

ঘরে আগুন, জীবন বাজি রেখে নবতিপর বৃদ্ধাকে বাঁচালেন ট্রাফিক পুলিশ

Date:

দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে। বাকি সবাই প্রাণ হাতে বেরিয়ে এলেও তিন তলার ঘরে আটকে নবতিপর এক বৃদ্ধা। অসহায় সিদ্ধাকে বাঁচাতে আবির্ভাব হলো হিরোর। এ কোনও সিনেমার গল্প নয়। একেবারে বাস্তব। এবং এখানে হিরো রুপোলি পর্দার কোনও সুপারস্টার নন, শ্যামবাজার ট্রাফিক গার্ডের ওসি, ইন্সপেক্টর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee)।

কলকাতা পুলিশের স্যোসাল মিডিয়া একাউন্টে তুলে ধরা হয়েছে ট্রাফিক পুলিশের ওসির এই হিরো গিরির কথা। পাশাপাশি তুলে ধরা হয়েছে সেই ঘটনার ভিডিও ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি। “সকাল আন্দাজ সাড়ে সাতটা, শ্যামবাজার পাঁচমাথা মোড়ের খুব কাছেই আচার্য প্রফুল্লচন্দ্র রোডের ওপর এক তিনতলা বাড়ির সিঁড়ি সংলগ্ন একতলায় একটি দোকানের রান্নাঘরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। খবর পেয়েই দলবল নিয়ে ঘটনাস্থলে ছোটেন শ্যামবাজার(Shyambazar) ট্রাফিক গার্ডের ওসি, ইনস্পেক্টর প্রসেনজিৎ চ্যাটার্জি ও অ্যাডিশনাল ওসি, ইনস্পেক্টর সমীক সেনগুপ্ত, সঙ্গে সঙ্গেই পৌঁছান অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ (ট্রাফিক) পি.আর.কুমার এবং শ্যামপুকুর থানার ওসি, ইনস্পেক্টর পরিতোষ ভাদুড়ী ও অ্যাডিশনাল ওসি, ইনস্পেক্টর দিলীপ সরকার। পৌঁছে দেখেন, দাউদাউ করে জ্বলছে একতলার রান্নাঘর, কিন্তু আসল ভয়ের কারণ তা নয়। জানা যায়, বাড়ির তিনতলায় একা থাকেন ৯৩ বছর বয়সী কল্পনা ধর। তাঁর ছেলে থাকেন বিদেশে। বৃদ্ধা হাঁটাচলা করতে পারেন না, সুতরাং সিঁড়ি বেয়ে নীচে নেমে আসার প্রশ্নই নেই।

আরও পড়ুন:নিজের পুরনো কেন্দ্রে গিয়ে কাশীপুর কাণ্ডে বিজেপিকে নিশানা বাবুলের

এই পর্যন্ত শুনে আর দেরি করেননি প্রসেনজিৎ। ধোঁয়ায় আচ্ছন্ন সিঁড়ি দিয়ে সোজা উঠে যান তিনতলায়, এবং কিছুক্ষণ পর কল্পনা দেবীকে নিজের পিঠে চাপিয়ে নীচে নেমে আসেন। আগাগোড়া তাঁর সঙ্গে ছিলেন কনস্টেবল শ্যামল সিং সর্দার। ততক্ষণে ধোঁয়া এতটাই গাঢ় হয়ে উঠেছে যে চারপাশ দেখা যায় না। কিন্তু প্রসেনজিতের কাজ তখনও শেষ হয়নি। মুখ ঢেকে এরপর আগুনের কেন্দ্রবিন্দু সেই রান্নাঘরে ঢুকে পড়েন তিনি, এবং যে সিলিন্ডার থেকে আগুন লাগে, সেটি বাইরে বের করে আনেন যাতে বিস্ফোরণ ঘটলেও বাড়ির ভিতরে না ঘটে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের গাড়ি, সুতরাং পরবর্তী পদক্ষেপ দমকল বিভাগই নেয়। সুখের কথা, এই ঘটনায় কেউ আহত হননি।” ইতিমধ্যেই কলকাতা পুলিশের এই রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে।




 

Related articles

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...
Exit mobile version