হিমাচল প্রদেশে বিধানসভার( Himachal Pradesh Legislative Assembly) ফটকে মিলল খালিস্তানি পতাকা (Khalistan Flags)।পাঁচিলের গায় দেখা গেল খালিস্তানি স্লোগান লেখা রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কাংড়া পুলিশের কাছে খবর আসার পর তদন্তে নেমেছেন তাঁরা। অপরাধীদের ধরতে সিসি টিভি ফুটেজ দেখা হচ্ছে ।ঘটনার সত্যতা স্বীকার করেছেন জেলা প্রশাসক নিপুণ জিন্দাল।

জানা গিয়েছে, ইতিমধ্যে ওই পতাকা সরিয়ে ফেলা হয়েছে। দেওয়াল থেকে স্লোগানগুলিও মুছে ফেলা হয়েছে। পুলিশের ধারণা,পাঞ্জাব থেকে আসা কিছু পর্যটক এই কাজ করে থাকতে পারে। মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতপরিচয় অপরাধীদের বিরুদ্ধে। এদিকে টুইট করে ঘটনার নিন্দা করেছেন হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর (Jairam Thakur)

আরও পড়ুন- Noida: জমির মালিক জমি পাননি, ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দেবে প্রশাসন
