Tiger Census  : শেষ হল বাঘ সুমারি, উত্তরের জঙ্গলে বসানো হচ্ছে ক্যামেরা

চলতি বছরের বাঘ সুমারি শেষ হল। সারা দেশের  সঙ্গে উত্তরবঙ্গের তিনটি জঙ্গলেও  তিনদিন ধরে চলল এই বাঘ গণনার কাজ। বৃহস্পতিবার শুরু হয়েছিল। শেষ হল শনিবার। দীর্ঘ ২৪ বছর ফের  এ বছর বাঘ গণনা হল। বনদফতর সূত্রে জানা গিয়েছে বাঘের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। চোরাশিকারীদের হাত থেকে বাঘদের রক্ষা করতে উত্তরবঙ্গের তিনটি জঙ্গলে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। বসানো হবে নজরদারি ক্যামেরাও। তিনটি উত্তরবঙ্গের গরুমারা, নেওড়াভ্যালি এবং চাপড়ামারির জঙ্গলে মোট ৩০টি দল এই গণনার কাজ করছে। বনকর্মীদের সঙ্গে বিভিন্ন পশুপ্রেমী সংগঠনের সদস্যরাও এই দলে রয়েছেন। নেওড়াভ্যালিতে ১৩ টি  এবং গরুমারা ও চাপড়ামারিতে ১৬ টি দল কাজ করেছে। হেঁটে, হাতির পিঠে এবং ট্র্যাপ ক্যামেরা লাগিয়ে— এই তিন ভাবে গণনার কাজ হয়েছে। পাশাপাশি বাঘের মল এবং পায়ের ছাপও খতিয়ে দেখা হয়েছে।

বাঘ সুমারির কাজ চলার দরুন এই কদিন জঙ্গলে প্রবেশের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সকালের দুটি শিফটে সাধারণত পর্যটকদের জঙ্গল ঘুরিয়ে বাঘ দেখানো হয় । সে দুটি শিফট গত তিন দিন বন্ধ রাখা হয়েছি বলে বনদফতর সূত্রে জানানো হয়েছে।

 

 

Previous articleমঙ্গলেই অন্ধ্র উপকূলে আছড়ে পড়বে ‘অশনি’
Next articleNewtown: বাড়িতে ঢুকে ৬ বছরের শিশুকে যৌন নির্যাতন ,গ্রেফতার অভিযুক্ত