Friday, August 22, 2025

গতি বাড়াল ‘অশনি’। আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে ‘অশনি’। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে ঘূর্ণিঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। ইতিমধ্যেই বঙ্গেও প্রভাব ফেলতে শুরু করেছে ‘অশনি’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।




আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি শুরু হয়েছে  হাওড়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও। প্রশাসনের তরফে সুন্দরবন , কাকদ্বীপ থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে চলছে চূড়ান্ত সতর্কবার্তা।  সোমবার সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার, ১০ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে। আবহবিদরা মনে করছেন,ঘূর্ণিঝড়ের জেরেই সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দুপুর পর্যন্ত ওই বৃষ্টি জারি থাকবে ছয় জেলায়।

যদিও ‘অশনি’-র গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখনও তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে বলে জানানো হয়েছে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version