Saturday, November 8, 2025

গতি বাড়াল ‘অশনি’। আরও শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। ঘণ্টায় ২১ কিলোমিটার বেগে ধেয়ে আসছে উপকূলের দিকে ‘অশনি’। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সোমবার সকালে ঘূর্ণিঝড়টি পুরী থেকে ৭০০ কিলোমিটার দূরে এবং বিশাখাপত্তনম থেকে ৬০০ কিলোমিটার দূরে রয়েছে। ইতিমধ্যেই বঙ্গেও প্রভাব ফেলতে শুরু করেছে ‘অশনি’। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি।




আরও পড়ুন:কবিগুরুর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মোদি-মমতার


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসকে সত্যি করে সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বৃষ্টি শুরু হয়েছে  হাওড়া, দুই ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুরেও। প্রশাসনের তরফে সুন্দরবন , কাকদ্বীপ থেকে শুরু করে উপকূলের জেলাগুলিতে চলছে চূড়ান্ত সতর্কবার্তা।  সোমবার সন্ধের মধ্যে মৎস্যজীবীদের সমুদ্র থেকে ফেরার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার, ১০ মে থেকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে। একইভাবে দিঘা, মন্দারমনি সমুদ্রতটে যাওয়া নিয়ে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। সমস্ত ধরনের বিনোদন কার্যকলাপ বন্ধ রাখতে বলা হয়েছে। আবহবিদরা মনে করছেন,ঘূর্ণিঝড়ের জেরেই সোমবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে সোমবার শুরু হওয়া এই বৃষ্টি বাংলায় চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দুপুর পর্যন্ত ওই বৃষ্টি জারি থাকবে ছয় জেলায়।

যদিও ‘অশনি’-র গতিবিধি নিয়ে এখনও স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড়ের কেন্দ্র এখনও তৈরি হয়নি বলেই জানিয়েছে হাওয়া অফিস। শক্তিশালী ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগের দিকে ধেয়ে আসছে বলে জানানো হয়েছে।

Related articles

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

ফলপ্রকাশ SSC একাদশ-দ্বাদশের: ডিসেম্বরের মধ্যে নিয়োগ বাস্তবায়নের পদক্ষেপ, দাবি ব্রাত্যর

বাংলায় কর্মসংস্থানে সদা সচেষ্ট প্রশাসন ও প্রশাসনের সব দফতর। ফের একবার তার প্রমাণ মিলল নির্দিষ্ট সময়ের মধ্যেই এসএসসি-র...
Exit mobile version