সাড়ম্বরে পালিত হচ্ছে ২৫শে বৈশাখ

আজ ২৫শে বৈশাখ। কবিগুরুর জন্মদিন। রাজ্যজুড়ে সাড়ম্বরে উদযাপন করা হচ্ছে দিনটি। শান্তিনিকেতনে আশ্রমের রীতি মেনে, ভোরে বৈতালিক এবং উত্তরায়নের উদয়ন-গৃহে সকালে কবিকণ্ঠের গান-কবিতার মধ্য দিয়ে শুরু হচ্ছে রবীন্দ্রনাথের জন্মদিনের অনুষ্ঠান। উপাসনা গৃহে ব্রহ্ম উপাসনার পরে আম্রকুঞ্জ লাগোয়া মাধবী বিতানে বৈদিক কবিগুরুর জন্মোৎসবের অনুষ্ঠান রয়েছে। সকাল সাড়ে দশটায় রবীন্দ্রভবনে চাকমা ভাষায় ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের অনুবাদ প্রকাশিত হবে। সন্ধ্যায় গৌরপ্রাঙ্গণে রয়েছে পাঠভবনের পড়ুয়াদের অভিনয়ে রবীন্দ্রনাথের শাপমোচন। এ বারের রবীন্দ্র জন্মোৎসবে প্রধান অতিথি হিসেবে থাকছেন চিত্রকর তথা সাংসদ যোগেন চৌধুরী, অধ্যাপিকা আলপনা রায়।



আরও পড়ুন:Jet Airways: ফের ডানা মেলতে পারে জেট




অন্যদিকে, জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতেও সাড়ম্বরে পালিত হচ্ছে ২৫শে বৈশাখ। সকাল থেকেই কবিগুরুর মূর্তিতে পুষ্পার্ঘ্য ও মাল্যদানের মধ্যে দিয়ে শুরু করা হয়েছে অনুষ্ঠান। এদিন জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রবীন্দ্রমূর্তিতে মাল্যদান করেন মেয়্র ফিরহাদ হাকিম। এরপর গান-কবিতা-রচনার মধ্যে দিয়ে চলছে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠান। রবীন্দ্রজয়ন্তী উৎসব উদযাপনের অঙ্গ হল রবীন্দ্রসংগীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, রবীন্দ্রনাট্যাভিনয়, রবীন্দ্ররচনাপাঠ, আলোচনাসভার আয়োজন ও নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান। কবির জন্মস্থান জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে প্রতিবারের মতো এবারও নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Previous articleচোখরাঙাচ্ছে ‘অশনি’, বঙ্গে শুরু বৃষ্টি
Next articleDHFC: সোমবার থেকে প্রস্তুতি শুরু অভিষেকের ক্লাবের, দলের গোলকিপার কোচ হলেন অভ্র