Monday, December 22, 2025

জ্বালানির দাম আকাশছোঁয়া, উনুন-ঘুঁটে বিলি তৃণমূল কাউন্সিলরের

Date:

Share post:

কেন্দ্রের নীতির ফলে আকাশছোঁয়া দাম জ্বালানির। রান্নার গ্যাসের (Gas) দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস (Sandip Das)। সোমবার, এলাকায় উনুন-ঘুঁটে বিলি করেন তিনি। বলেন, দাম বৃদ্ধির কারণে মানুষ গ্যাস কিনতে পারছেন না। মানুষ আবার পুরোনো দিনে ফিরছেন। মধ্যবিত্ত রান্নার গ্যাস কিনতে পারবে না, তাই ওয়ার্ডের মানুষের হাতে উনুন ও ঘুটে তুলে দেন।

রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ১০২৬টাকায়। সিঙ্গুর, হরিপাল, কামারকুন্ডু, আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া সর্বত্রই রান্নাঘরে আগুন। ফলে ফের মাটির উনুনে রান্না করছেন অনেকেই। মহিলাদের বক্তব্য, যেভাবে গত চার বছর ধরে প্রায় প্রতিদিন গ্যাস দাম বাড়ছে তাতে আর গ্যাসে রান্না সম্ভব নয়।

বহুকাল আগের দৃশ্য ধরা পড়ছে। বাড়ির ছেলেরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে জমা করছেন। মাটির উনুন আবার প্রলেপ পড়েছে। পাট কাঠি দিয়ে ভাত ফুটিয়ে দৈনন্দিন আহারের বন্দোবস্ত করতে হচ্ছে। এলপিজি (LPG) সিলিন্ডার-ওভেন মুড়ে ঘরের এক কোণে ঠাঁই পেয়েছ।

হরিপালের বিধায়ক করবী মান্না (Kabari Manna) জানিয়েছেন, যেভাবে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে। চাষীরা নিজের ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না পরিবহনের খরচা বেড়ে যাওয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন চিঠি লিখেছেন, দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হচ্ছে। কিন্তু কোনো রকম কোনো হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের।

 

spot_img

Related articles

হুলিগানদের যোদ্ধা তকমা ইউনূসের! ভারতের উপর হামলার নিন্দায় হাসিনা

দেশে যে শক্তি একসময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল, তারাই এখন ভারতীয় দূতাবাসে (Deputy High...

আজ নেতাজি ইন্ডোরে দলনেত্রী মমতা: বৈঠক বিএলএদের সঙ্গে

প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। প্রায় দু লক্ষ মানুষকে বিভিন্ন অসংগতির কারণে তথ্য যাচাই-এর শুনানিতে ডাকার সম্ভাবনা নির্বাচন...

নির্বাচনী বন্ড বন্ধের পরও অনুদান বিতর্ক, সরকারি তথ্যে বিজেপির দখলে ৮২ শতাংশ 

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী বন্ড ব্যবস্থা বন্ধ হওয়ার পরও রাজনৈতিক অনুদান ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধল। সরকারি...

বিহার থেকে বিজেপি নেতাকে পাঠানো বাইক ঘিরে উত্তেজনা! প্রতিবাদে সরব তৃণমূল

বিধানসভা নির্বাচনের আগে বর্ধমান শহরে রাজনৈতিক উত্তেজনা বাড়িয়েছে বিহার থেকে ট্রেনে করে পাঠানো ৫৫টি মোটরসাইকেল। শনিবার বর্ধমান স্টেশনে...