Monday, November 17, 2025

জ্বালানির দাম আকাশছোঁয়া, উনুন-ঘুঁটে বিলি তৃণমূল কাউন্সিলরের

Date:

কেন্দ্রের নীতির ফলে আকাশছোঁয়া দাম জ্বালানির। রান্নার গ্যাসের (Gas) দাম মধ্যবিত্তের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারকে বিদ্রুপ উত্তরপাড়া কোতরং পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপ দাস (Sandip Das)। সোমবার, এলাকায় উনুন-ঘুঁটে বিলি করেন তিনি। বলেন, দাম বৃদ্ধির কারণে মানুষ গ্যাস কিনতে পারছেন না। মানুষ আবার পুরোনো দিনে ফিরছেন। মধ্যবিত্ত রান্নার গ্যাস কিনতে পারবে না, তাই ওয়ার্ডের মানুষের হাতে উনুন ও ঘুটে তুলে দেন।

রান্নার গ্যাসের দাম পৌঁছেছে ১০২৬টাকায়। সিঙ্গুর, হরিপাল, কামারকুন্ডু, আরামবাগ, চুঁচুড়া, চন্দননগর, শ্রীরামপুর, উত্তরপাড়া সর্বত্রই রান্নাঘরে আগুন। ফলে ফের মাটির উনুনে রান্না করছেন অনেকেই। মহিলাদের বক্তব্য, যেভাবে গত চার বছর ধরে প্রায় প্রতিদিন গ্যাস দাম বাড়ছে তাতে আর গ্যাসে রান্না সম্ভব নয়।

বহুকাল আগের দৃশ্য ধরা পড়ছে। বাড়ির ছেলেরা জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসে বাড়িতে জমা করছেন। মাটির উনুন আবার প্রলেপ পড়েছে। পাট কাঠি দিয়ে ভাত ফুটিয়ে দৈনন্দিন আহারের বন্দোবস্ত করতে হচ্ছে। এলপিজি (LPG) সিলিন্ডার-ওভেন মুড়ে ঘরের এক কোণে ঠাঁই পেয়েছ।

হরিপালের বিধায়ক করবী মান্না (Kabari Manna) জানিয়েছেন, যেভাবে লাগাতার পেট্রোপণ্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে অন্যান্য আনুষঙ্গিক জিনিসের দাম বেড়ে যাচ্ছে। চাষীরা নিজের ফসল বাজারে নিয়ে যেতে পারছেন না পরিবহনের খরচা বেড়ে যাওয়ায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কেন্দ্রীয় সরকারের কাছে এ ব্যাপারে প্রতিবাদ জানিয়েছেন চিঠি লিখেছেন, দলের পক্ষ থেকে প্রায় প্রতিদিনই প্রতিবাদ সভা প্রতিবাদ মিছিল হচ্ছে। কিন্তু কোনো রকম কোনো হুঁশ নেই কেন্দ্রীয় সরকারের।

 

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version