Sunday, November 16, 2025

সঙ্কটে শ্রীলঙ্কা: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে

Date:

Share post:

প্রবল অর্থনৈতিক সঙ্কটের জেরে বেহাল অবস্থা শ্রীলঙ্কার। ভয়াবহ এই পরিস্থিতিতে বিরোধীদের চাপের মুখে সোমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী(Prime Minister) পদ ছাড়লেন মহিন্দা রাজাপক্ষে(Mahinda Rajapakkhe)। জানা গিয়েছে এদিন শ্রীলঙ্কার(Srilanka) রাষ্ট্রপতি গোতাবায়ার কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন প্রধানমন্ত্রী রাজাপক্ষে।

ভয়াবহ অর্থনৈতিক সঙ্কটের জেরে জরুরি অবস্থা জারি হয়েছে শ্রীলঙ্কাতে। এই অবস্থায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছিল শ্রীলঙ্কার বিরোধীদলগুলি। এদিন সেই দাবির কাছেই মাথানত করলেন রাজাপক্ষে। যদিও তিনি আগেই জানিয়ে রেখেছিলেন প্রয়োজন হলে তিনি পদত্যাগ করতে তৈরি। যদিও সূত্রের খবর, রাজাপক্ষের ছোটভাই তথা প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে তাঁকে অবিলম্বে পদত্যগের কথা জানিয়েছিলেন। রাষ্ট্রপতি চেয়েছিলেন মহিন্দার পদত্যাগ দেশে একটি জাতীয় সরকার গঠনে সহায়ক হবে। বর্তমানে তিনি অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে।

আরও পড়ুন:নাগরিকত্ব না পেয়ে ভারত ছাড়তে বাধ্য হল ৮০০ পাকিস্তানি হিন্দু

উল্লেখ্য, এপ্রিল থেকে শ্রীলঙ্কায় অর্থনৈতিক সঙ্কট শুরু হয়েছিল। বিভিন্ন দেশের কাছে ঋণে জর্জরিত শ্রীলঙ্কা নিজেকে ‘অর্থনৈতিক ভাবে দেউলিয়া’ ঘোষণা করে। তারপর থেকেই প্রধানমন্ত্রী রাজাপক্ষের ইস্তফার দাবি জোরদার হয়েছিল ভারতের দক্ষিণের এই দ্বীপরাষ্ট্রে। দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, ১৯৪৮ সালে শ্রীলঙ্কার স্বাধীনতার পর থেকে দেশটি কখনও এমন চরম অর্থনৈতিক সঙ্কটের মধ্যে পড়েনি।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ঋণ এবং সুদ মেটাতে চলতি বছরের মধ্যে অন্তত ৬৯০ কোটি ডলার (প্রায় ৫২,৪০০ কোটি টাকা) ব্যয় করার কথা শ্রীলঙ্কার। নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য থেকে শুরু করে জ্বালানি, কৃষিক্ষেত্রে সারের মতো একাধিক পণ্যের দাম ধরাছোঁয়ার বাইরে। মাসের পর মাস এই অবস্থার বিরুদ্ধে দেশ জুড়ে সরকার বিরোধী আন্দোলন শুরু করে শ্রীলঙ্কার আমজনতা। ট্রেড ইউনিয়নগুলির সঙ্গে আন্দোলনে সামিল হয় কলকারখানায় লক্ষ লক্ষ কর্মী, গণপরিবহণ ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীরাও।




spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...