আত্মহত্যা! মৃত্যুর আগে কোনও ধস্তাধস্তি হয়নি: অর্জুনের ময়নাতদন্তের রিপোর্টে প্রকাশ

কাশীপুরে বিজেপি (BJP) যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার (Arjun Chowrasiya) মৃত্যু তদন্তে নয়া মোড়। জোরাল হচ্ছে আত্মহত্যার তত্ত্ব। সংবাদ সংস্থা সূত্রে খবর, মৃত্যুর আগে কোনও রকম ধস্তাধস্তি হয়নি- ময়নাতদন্তের রিপোর্টে এই তথ্যই উঠে এসেছে। রিপোর্ট (Report) দেখে তাঁকে খুন করা হয়নি বলেই মনে করছেন তদন্তকারীরা।

কাশীপুর এলাকায় রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার হয় বিজেপি যুব মোর্চা নেতা অর্জুনের ঝুলন্ত মৃতদেহ। আদালতের নির্দেশ মেনে শনিবার কলকাতার সেনা হাসপাতালে অর্জুনের মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তবে রিপোর্ট সেদিন প্রকাশ্যে আনা হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট মুখবন্ধ খামে হাসপাতাল থেকে কলকাতা হাইকোর্টে জমা দেওয়া হবে।

আরও পড়ুন:নাগরিকত্ব না পেয়ে ভারত ছাড়তে বাধ্য হল ৮০০ পাকিস্তানি হিন্দু

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, খুন করা হয়েছে বিজেপি যুব মোর্চা নেতাকে। তবে, একে খুন বলে রাজি ছিলেন না শাসকদলের নেতৃত্ব। তবে, এই ময়নাতদন্তের রিপোর্ট থেকে আত্মহত্যার তত্ত্বই জোরাল হচ্ছে বলে মনে করা হচ্ছে।




Previous articleটাকা নিতে কিউআর কোড স্ক্যান নয়, জালিয়াতি রুখতে স্টেট ব্যাঙ্কের সতর্ক বার্তা
Next articleসঙ্কটে শ্রীলঙ্কা: প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মহিন্দা রাজাপক্ষে