বগটুই কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন মামলায় রায়দান স্থগিত রাখল হাইকোর্ট

বগটুই কাণ্ডে অভিযুক্ত ২ নাবালককে জামিন(Bail) দিয়েছে নিম্ন আদালত(Court)। সেই জামিনের বিরুদ্ধে মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করলেন মামলাকারী আইনজীবী ও সিবিআই উভয়পক্ষ। যদিও এই মামলায় উভয়পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখল হাইকোর্ট(HighCourt)।

নিম্ন আদালতের জামিনের নির্দেশের বিরুদ্ধে এদিন হাইকোর্টে সিবিআই জানায়, ওই দুই অভিযুক্ত নাবালক। এই যুক্তিতে নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে সিবিআইকে কিছু না জানিয়েই। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলার সময় প্রধান বিচারপতি প্রশ্ন করেন, “দু’জন অভিযুক্ত জামিন পেলেন, আপনারা জামিন বাতিলের আবেদন জানাননি কেন?’’ যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা জামিন বাতিলের আবেদন জানিয়েছিল। কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দিয়েছে। এর পাশাপাশি মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে ফিরোজ এডুলজি বলেন, “হাইকোর্ট চাইলে কোনও আবেদন ছাড়াই নিম্ন আদালতে জামিনের রায় খারিজ করতে পারে।” উভয়পক্ষের বক্তব্য শোনার পর এই মামলার রায়দান এদিন স্থগিত রাখে হাইকোর্ট।




Previous articleরাজভবনে ধরনা! বিজেপির ‘সুর’ ধনকড়ের কথায়, ‘বঙ্গ বিজেপির রঙ্গমঞ্চ রাজভবন’: তোপ কুণালের
Next articleদুয়ারে বিরিয়ানির পর এবার দুয়ারে খিচুড়ি, বর্ষায় রাজ্য পঞ্চায়েত দফতরের নতুন মেনু