Friday, November 21, 2025

ত্রিপুরা-মেঘালয়ের পাশাপাশি অসমের মাটিতেও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের বীজ বপন করেছে তৃণমূল। রিপুন বোরা তৃণমূলে যোগ দেওয়ার পর বুধবার অসম সফরে গিয়ে লড়াইয়ের লক্ষ্য বেধে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ঝলকে দেখে নিন এদিন যা যা বললেন অভিষেক…

  • অসমবাসীর জীবনে যাতে শান্তি ও সমৃদ্ধি আসে তার জন্য কামাখ্যা মন্দিরে প্রার্থনা করেছি।
  • রিপুন বোরার যোগদানের পর তৃণমূল অসমে কাজ শুরু করে দিয়েছে।
  • বিজেপিকে উপড়ে না ফেলা পর্যন্ত অসমে লড়াই চালিয়ে যাবে তৃণমূল।
  • আট বছর ধরে বিজেপিকে হারাচ্ছে তৃণমূল, আগামী ২ বছর অসমে আমরা কঠোর পরিশ্রম করব।
  • তৃণমূল আগেও অসমে লড়াই করেছে, তবে এবারের লড়াই অন্যরকম।
  • ফেসবুক-টুইটারে নয় মাঠে নেমে লড়াই করে তৃণমূল, কংগ্রেসকে তোপ অভিষেকের।
  • শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করব, বিজেপিকে উপড়ে ফেলতে যা করার করব।
  • ইডি-সিবিআই দিয়ে ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি, তবে মাথা নত করব না।
  • ত্রিপুরাতে আমার ওপর হামলা হয়েছে, সুস্মিতার গাড়ি ভাঙা হয়েছে কিন্তু তৃণমূল ময়দান ছাড়েনি।
  • ৬ বছরে অসমের ডবল ইঞ্জিন কী করেছে? বাংলায় সিঙ্গেল ইঞ্জিন কী করেছে দেখে আসুন।
  • উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে সমালোচনা হোক।
  • তৃণমূল কংগ্রেস মন্দির ছাড়া কোথাও মাথা নত করে না।
  • আগামী লোকসভা নির্বাচনে 14 টি আসনের মধ্যে 10 টি আসনে জিততে হবে।
  • সিনেমাকে ট্যাক্স ফ্রি করে জ্বালানিতে ট্যাক্স চাপানো হয় এখানে, ৪০০ টাকার গ্যাস হাজার টাকায় কিনতে হয়।
  • বুথে বুথে মাটি কামড়ে লড়াই করতে হবে তৃণমূল কর্মীদের।
  • মহিলাদের উপর অত্যাচারে দেশে প্রথম অসম, দিনে দিনে এখানে বেকারত্ব বেড়ে চলেছে।
  • সিএএ এনআরসি নিয়ে অসমে এক কথা বলা হচ্ছে, বাংলায় অন্য কথা বলছে।
  • দিল্লি-গুজরাট নয় অসমের মানুষ অসম চালাবে।
  • অসমে যেখানে আমার প্রয়োজন পড়বে আমি সেখানে আসব।




Related articles

বিজেপির দ্বিচারিতা! ছাব্বিশে হাতেনাতে শাস্তি দেবে বাংলা, শাহকে কড়া জবাব তৃণমূলের

বিজেপির দ্বিচারিতা ধরে ফেলেছে বাংলার মানুষ। এবার বাংলা-বিরোধী দলকে হাতেনাতে শাস্তি দিতে তৈরি তারা। ২০২৬-এই বিজেপি পাবে যোগ্য...

শোভনদেবের উপস্থিতিতে চার্টার অফ ডিমান্ডে সই, খুশি কর্মীরা

শুক্রবার সিইএসসিতে তৃণমুলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন ( এস কে ইউ) ৬ বছর বাদে চার্টার অফ ডিমান্ড সই করলো।...

খসে পড়ল মুখোশ! খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি

বাংলবিরোধী বিজেপির মুখোশ খসে পড়ল আবার। খোদ বিজেপির পঞ্চায়েত সদস্যই বাংলাদেশি! বাংলাদেশে ভোটার তালিকায় জ্বলজ্বল করছে তাঁর নাম।...

বিএলও–দের প্রতি পূর্ণ আস্থা কমিশনের, নিউ টাউনের কর্মশালায় জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ার সাফল্য মূলত বুথ লেভেল অফিসারদের (বিএলও) দক্ষতা ও নিষ্ঠার উপরেই নির্ভর...
Exit mobile version