সর্বভারতীয় সম্মেলনকে সামনে রেখে মুক্তাঙ্গণ শিল্প প্রদর্শনী DYFI-এর

সিপিআইএমের (CPIM) সর্বভারতীয় সম্মেলন শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই সর্বভারতীয় সম্মেলন করার মুখে বাম যুব সংগঠন DYFI। ১২মে থেকে সল্টলেকের EZCC-তে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে রাজ্য সম্মেলনে সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দলের তরুণ নেত্রী মীনাক্ষি মুখোপাধ্যায়। এবার সর্বভারতীয় সম্মেলনে সংগঠনের খোলনলচে পাল্টায় কিনা সেটাই দেখার। আর এই সম্মেলনকে সামনে রেখেই মুক্তাঙ্গণে শিল্প প্রদর্শনী শুরু করল ডিওয়াইএফআই, যার নাম দেওয়া হয়েছে ‘ART for LIFE’।

বুধবার, বিধাননগরের ঐকতানে একসঙ্গে ২৬জন শিল্পী ছবি আঁকেন। ছিলেন শতরূপ ঘোষ, আভাস রায়চৌধুরী, সুদীপ সেনগুপ্ত। ১২ থেকে ১৫ মে সম্মেলনের দিনগুলিতে এই ছবিগুলি সাজানো থাকবে সম্মেলন চত্বরে। সম্মেলনের শেষে শিল্পীরা তাঁদের ছবিগুলি তুলে দেবেন ভারতের ২৬ রাজ্যের ডিওয়াইএফআই নেতৃত্বের হাতে।

আরও পড়ুন- কম্যান্ড হাসপাতালের অসহযোগিতা, কাশীপুর কাণ্ডে এবার হাইকোর্টে রাজ্য সরকার

Previous articleMohun Bagan: জল্পনার অবসান, ফের মোহনবাগান সভাপতি হলেন টুটু বোস
Next articleবিজেপির কোন্দল মেটাতে বঙ্গে আসবেন নাড্ডা! চূড়ান্ত হয়নি সফরসূচি