Saturday, December 20, 2025

বাবুলকে শপথ পাঠ করিয়ে রাজ্যপালের সমালোচনায় ডেপুটি স্পিকার

Date:

Share post:

যাবতীয় জটিলতা কাটিয়ে অবশেষে বিধায়ক পদে শপথ নিলেন বালিগঞ্জের নবনির্বাচিত বিধায়ক বাবুল সুপ্রিয়। আজ, বুধবার বিধানসভায় তাঁকে শপথবাক্য পাঠ করালেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। তবে বাবুলের শপথ পাঠ নিয়ে দীর্ঘ নাটক ও বিলম্বের জন্য এদিনও রাজ্যপালের দিকে আঙুল তুললেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়।

বাবুলকে শপথ বাক্য পাঠ করার পর প্রথমেই সবাইকে ধন্যবাদ জানান ডেপুটি স্পিকার। তারপর রাজ্যপাল জগদীপ ধনকড়কে নিশানা করে আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, “যে কোনও কারণেই হোক নতুন বিধায়ককে পপথবাক্য পাঠ করাতে হয়েছে আমাকে। রাজ্যপাল আমাদের সকলের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করছেন। তবে আমরা সবাই এক হয়ে কাজ করব। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় থাকতে আমি প্রথমে শপথ পাঠ করাতে চাইনি। কিন্তু স্পিকার আমাকে চিঠি দিয়ে শপথবাক্য পাঠ করানোর অনুরোধ করেছিলেন। তাই সেই দায়িত্ব পালন করেছি।”

আরও পড়ুন:Corona update: করোনা নিয়ে WHO কে প্রভাবিত করেছে ওষুধ সংস্থা, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

প্রসঙ্গত, গতবছর নভেম্বরে রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর বালিগঞ্জ বিধানসভা আসনটি শূন্য হয়। এরপর তৃণমূলের টিকিটে উপনির্বানে জয়ী হন বাবুল সুপ্রিয়। তোড়জোড় শুরু হয় শপথ গ্রহণের। সাধারণভাবে বিধায়কদের শপথবাক্য পাঠ করান বিধানসভার স্পিকার। কিন্তু রাজ্যপাল স্পিকারকে দেওয়া তাঁর সেই অধিকার ফিরিয়ে নেন। এবং রাজ্যপাল আটকে থাকা বিলের ব্যাপারে জানতে চান। পরে অবশ্য তিনি ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করানোর অনুমতি দেন। যদিও প্রথমে সেই কাজ করতে অস্বীকার করে ডেপুটি স্পিকার। কিন্তু পরে স্পিকারের অনুরোধে বাবুলকে শপথ বাক্য পাঠ করান তিনি।




spot_img

Related articles

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...

কবে থেকে ভোটারদের শুনানি: শুক্রেও নিরুত্তর কমিশন!

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে ১৬ ডিসেম্বর। অন্যান্য রাজ্যের মতো অতিরিক্ত সময় চায়নি বাংলার নির্বাচন কমিশন (Election Commission)।...