শ্বশুরবাড়িতে শৌচাগার নেই, অভিমানে আত্মঘাতী বধূ

শ্বশুরবাড়িতে শৌচাগার নেই। তাই অভিমানে আত্মঘাতী হলেন বধূ। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর কুড্ডালোর জেলার একটি গ্রামে ।  ওই গ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রাম্য  গত  এপ্রিল কার্তিকেয়নকে বিয়ে করেন। প্রায় বছর দুয়েক চুটিয়ে প্রেম করার পরে বিয়ে করেন দুজনে। কিন্তু বিয়ের পরে শ্বশুরবাড়িতে গিয়ে রাম্য দেখেন সেখানে শৌচাগার নেই। স্বামীকে একাধিকবার বলেও কাজ হয়নি। রোজই ঝগড়া হত দুজনের।  শেষ পর্যন্ত বাপের বাড়ি চলে আসেন তিনি। স্বামীকে বার বার শৌচাগার শুদ্ধ ঘর খুঁজতে বলেও কোনো কাজ না হয়নি। শেষ পর্যন্ত অভিমানে আত্মঘাতী হলেন রাম্য। সঙ্গটজনক অবস্থায় রাম্যাকে পুদুচেরিতে জওহারলাল ইন্সটিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ করে শেষ পর্যন্ত মৃত্যু হয় রাম্যার। রাম্যার পরিবারের তরফে স্বামীর নামে থানায় এফআইআর দায়ের করা হয়।

Previous articleজট কাটিয়ে ২৪ দিন পরে বালিগঞ্জের বিধায়ক হিসেবে শপথ নিলেন বাবুল
Next articleক্যান্সার আক্রান্ত শিক্ষিকার পাশে দাঁড়িয়ে ফের নজির গড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়