ফের মোহনবাগানের সভাপতি হলেন টুটু বোস

জল্পনার অবসান। আবারও মোহনবাগান সভাপতি হলেন স্বপনসাধন বোস। ময়দান বা ফুটবল মহলে টুটু বোস হিসেবেই তাঁর পরিচিতি। বুধবার ক্লাবের নতুন কার্যকরী কমিটির বৈঠকে সর্বসম্মতভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সভাপতির নাম ঘোষণা করে ক্লাব সচিব দেবাশিস দত্ত সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘মোহনবাগান সভাপতি পদে টুটুবাবুই থাকছেন। এর আগে ২০ বছরের সদস্য পদ থাকলে তবেই কেউ ক্লাবের সভাপতি হতে পারতেন। সেটা কমিয়ে ১৫ বছর করা হয়েছে। আগামী ৫-৬ মাসের মধ্যে বিশেষ সাধারণ সভায় এই নিয়ম অনুমোদন পাবে।’


দেবাশিস আরও বলেন, ‘‘অনেকেই ক্লাবের সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু ফের টুটুবাবুকেই দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু উনি সব পদের ঊর্ধ্বে।’’ ফের প্রাণের প্রিয় মোহনবাগান ক্লাবের সভাপতি পদে বসে আপ্লুত টুটু। দুবাই থেকে তিনি ধন্যবাদ জানিয়েছেন ক্লাবের নতুন কার্যকরী কমিটিকে। বলেছেন, ‘‘আমি খুব খুশি। দেবাশিসকে আমিই ক্লাবে এনেছিলাম। ক্লাবের জন্য অনেক লড়াইয়ে ও আমার সঙ্গী। আগামী দিনেও এই লড়াই চলবে।’’


এদিন কর্মসমিতির বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোহনবাগান অ্যাথলেটিক্স কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছেন এশিয়াডে রুপোজয়ী বাংলার অ্যাথলিট সোমা বিশ্বাস। ফুটবলের বাইরে অন্য খেলার বিশিষ্ট মানুষদেরও ক্লাবের সঙ্গে যুক্ত করতে পেরে খুশি ক্লাব সচিব। আগামী দিনে ক্লাবের আরও কী কী উন্নতি করা যায়, সে চেষ্টাও করছেন কর্তারা। সচিব দেবাশিস বলেছেন, ‘‘এর আগে গ্যালারিতে ভিভিআইপি বক্স ছিল না। সেনার অনুমতি পাওয়ার পর সে কাজ শুরু হয়েছে। প্রেস বক্সের পাশেই তা হচ্ছে। লিফ্টও থাকবে।’’

Previous articleসব কিছুর দাম বাড়ছে, সৌজন্যের দাম কমছে : মুখ্যমন্ত্রী
Next articleAshani: বাংলার আকাশ অশনিমুক্ত, তবে বৃষ্টি ভিজবে বঙ্গের মাটি