Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

  • স্বাস্থ্যসাথী কার্ড নিতে অস্বীকার করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। নবান্নে স্বাস্থ্য দফতরের সঙ্গে বৈঠকের পর কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক্ষেত্রে আইনি পথে ‘রাফ অ্যান্ড টাফ’ হওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
  • ‘সিএএ-এনআরসিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বিজেপি।স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এক কথা বলেন, অসমে এসে আরেক কথা বলেন। এই ইস্যু নিয়ে জুমলা করছে বিজেপি।’ অসম সফরে গুয়াহাটিতে তৃণমূল অফিস উদ্বোধনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই তোপ দাগলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  • জটিলতা কাটিয়ে বিধানসভায় ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় বিধায়ক পদে শপথ পাঠ করান বাবুল সুপ্রিয়কে। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বাবুল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। আবার রাজ্যপালকে খোঁচা দিয়ে বাবুল বলেন, ”আমার ট্রেনের টিকিট কনফার্ম ছিল। কোথায় যাব সেটাও ঠিক ছিল। মাঝে শুধু একটু ঝালমুড়ি খেতে দেরি হল।”
  • বঙ্গে আশঙ্কাহীন অশনি । দিনভর দমকা হাওয়া দক্ষিণে, উত্তরে ভারী বৃষ্টি, যদিও দুর্বল ‘অশনি’-র জেরে তিন দিন ভিজবে বাংলা।
  • দেশে ফেরা ইউক্রেনের মেডিক্যাল পড়ুয়াদের প্র্যাক্টিকাল ক্লাসের সুযোগ করে দিল রাজ্য।
  • অশনি’ থামতে না থামতেই তৈরি হচ্ছে ‘করিম’, ভারত মহাসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আভাস।
  • সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল কেন্দ্র। আপাতত স্থগিত হয়ে গেল রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, কেন্দ্রীয় সরকার যতদিন না ব্রিটিশ আমলে তৈরি আইনের পুনর্বিবেচনা করছে, ততদিন পর্যন্ত এই আইন প্রয়োগ স্থগিত থাকবে।








Previous articleবউবাজারে একাধিক বাড়িতে ফাটল, স্থগিত মেট্রোর কাজ
Next articleরাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই নয়া প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠন শ্রীলঙ্কায়