এবার থেকে স্নাতক স্তরেও বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ করতে হবে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা UGC এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে স্নাতক স্তরের পড়ুয়াদেরও এখন থেকে গবেষণার জন্য ইন্টার্নশিপের আবেদন জানাতে হবে। নির্দেশিকায় ইউজিসির তরফে স্পষ্ট করে নির্দেশ দেওয়া হয়েছে যে, ২০২০ সালের জাতীয় শিক্ষানীতির গাইডলাইন মেনেই এই সিদ্ধান্ত হয়েছে। স্নাতক স্তরের শিক্ষার্থীদের এ বার থেকে এক বছর পড়াশোনার পরে সার্টিফিকেট দেওয়া হবে। দু’বছর পর মিলবে ডিপ্লোমা। তার জন্য ৮ থেকে ১০ সপ্তাহ ইন্টার্নশিপ করতে হবে। এতে ১০ ক্রেডিট পয়েন্ট দেওয়া হবে। তবে বলা হয়েছে কোনো শিক্ষার্থী চাইলে ডিপ্লোমা পাওয়ার পরে পড়াশোনা শেষ করতে পারেন। দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের পর মোট দু’বার ৮ থেকে ১০ সপ্তাহ গবেষণার ইন্টার্নশিপের পরে সংশ্লিষ্ট পড়ুয়া ডিগ্রি পাওয়ার যোগ্য হবে বলে নির্দেশিকায় বলা হয়েছে।
- Advertisement -
Latest article
UGC : এবার থেকে স্নাতক স্তরেও ইন্টার্নশিপ বাধ্যতামূলক : ইউজিসি
এবার থেকে স্নাতক স্তরেও বাধ্যতামূলকভাবে ইন্টার্নশিপ করতে হবে। ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন বা UGC এই সিদ্ধান্ত নিয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে স্নাতক স্তরের পড়ুয়াদেরও এখন থেকে...
টাকা না পেয়ে শীতলকুচিতে খুন ব্যবসায়ী
টাকা না পেয়ে এক ব্যবসায়ীকে সামনে থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজারে। জানা গিয়েছে বুধবার গভীর রাতে...
সুড়ঙ্গে জল ঢোকার জন্যই বউবাজারের পরপর বাড়িতে ফাটল, সাফাই মেট্রোর
সুড়ঙ্গে জল ঢোকার জন্যই বউবাজারের একের পর এক বাড়িতে ফাটল ধরেছে এমনটাই দাবি মেট্রো রেল কর্তৃপক্ষের। মেট্রোর তরফে জানানো হয়েছে মেট্রোর কাজ চলাকালীন ১১টি...