ঘুষ নিলে অভিযোগ জানান: মুখ্যমন্ত্রী ছবি সহ ‘ভুয়ো পোস্টার’ সোশ্যাল মিডিয়ায়

“আপনার এলাকায় যদি কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য জেলা পরিষদ সদস্য ঘুষ বা কাটমানি খেয়ে কোনও কাজ করে থাকেন তবে অভিযোগ জানান।” মুখ্যমন্ত্রীর ছবিসহ এমনই একটি পোস্টার সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হতে শুরু করেছে। যেখানে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর ও ইমেইল আইডি দেওয়া হয়েছে। তবে এই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার(State govt) বা তৃণমূলের(TMC) তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি বলে সূত্রের খবর।

সোশ্যাল মিডিয়ায় যে পোস্টারটি ভাইরাল হয়েছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবিসহ লেখা হয়েছে, “আপনার এলাকায় কোন প্রধান কাউন্সিলর পঞ্চায়েত সদস্য ও জেলা পরিষদ সদস্য যদি কোন রকম ঘুষ বা কাটমানি খেয়ে কোন কাজ করে থাকেন তাহলে ১৮০০৩৪৫৮২৪৪ টোল ফ্রি নম্বরে ফোন করুন অথবা ৯০৭৩৩০০৫২৪ নম্বরে এসএমএস করুন কিংবা wbcmro@.gmail.com এ মেইল করুন। তদন্তের দায়িত্বে কর্নেল দীপ্তাংশু চৌধুরী ও তার টিম। আপনার পরিচয় গোপন থাকবে।” ভাইরাল হওয়া এই পোস্টার তৃণমূলকে বদনাম করার জন্য বিজেপির অপচেষ্টা বলে দাবি করা হচ্ছে তৃণমূলের তরফে। শুধু তাই নয় জানা গিয়েছে, যে দীপ্তাংশু চৌধুরীরর নাম এই পোস্টারে পাওয়া গিয়েছে তিনি বিজেপির একজন সক্রিয় সদস্য। শুধু তাই নয় ‘এখন বিশ্ব বাংলা সংবাদ’-এর তরফে ওই টোল-ফ্রী নম্বরে বার বার ফোন করা হলেও কেউ ফোন রিসিভ করেননি। তৃণমূলের তরফেও এই ধরনের কোন পোস্টার সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। এবং তৃণমূল সূত্রে জানানো হয়েছে, দলের তরফে এই ধরনের কোন পোস্টার ছাপা হয়নি। যদি এমন কোনো অভিযোগ থাকে দলীয় স্তরে এবং সরকারিভাবেও অভিযোগ জানানোর জায়গা রয়েছে। আলাদা করে এই ধরনের কোন পোস্টার দল কিংবা সরকারের তরফে প্রকাশ করা হয়নি ফলে ওই পোস্টার সম্পূর্ণরূপে ভুয়ো।




Previous articleশিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে খাবার নিয়ে মারামারি শিক্ষকদের
Next articleমাওবাদীদের অস্ত্র যোগাচ্ছে কেন্দ্রীয় জওয়ানরাই, এনআইএ রিপোর্টে চাঞ্চল্য