মাওবাদীদের অস্ত্র যোগাচ্ছে কেন্দ্রীয় জওয়ানরাই, এনআইএ রিপোর্টে চাঞ্চল্য

ঝাড়খণ্ড অস্ত্র চুরির ষড়যন্ত্র মামলায় একটি চার্জশিট (Chargsheet) পেশ করল জাতীয় তদন্ত সংস্থা এনআইএ(NIA)। জানা গেছে, এই মামলায় কয়েকজন কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ান সিপি আই (মাওবাদি) ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়েছিল।
কনস্টেবল কার্তিক বেহেরা, অবসরপ্রাপ্ত বিএসএফ কর্মী অরুণ কুমার সিং ওরফে ফৌজি, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অবিনাশ কুমার সহ মোট ১১ জনের বিরুদ্ধে রাঁচির একটি এনআইএ বিশেষ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
চার্জশিটে জওয়ানদের সঙ্গেই নাম রয়েছে দুর্বৃত্ত(Gangstar)অমন সাহুরও। সাহু রাজ্যের বিভিন্ন জেলায় কয়লা পরিবহণ করত এবং এলাকায় চাঁদাবাজির জন্য অস্ত্র ব্যবহার করত। পাশাপাশি মাওবাদীদের AK-47 সহ অত্যাধুনিক অস্ত্র সরবরাহ করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

 

Previous articleঘুষ নিলে অভিযোগ জানান: মুখ্যমন্ত্রী ছবি সহ ‘ভুয়ো পোস্টার’ সোশ্যাল মিডিয়ায়
Next articleWeather Update:বাংলার দুয়ারে বর্ষা? কড়া নাড়ছে মৌসুমী বায়ু