Saturday, January 10, 2026

Corona Update: দেশে কমছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা

Date:

Share post:

করোনা (Corona)নিয়ে চিন্তা কমছে। আইসিএমআর(ICMR)আগেই জানিয়েছিল চতুর্থ ঢেউ নিয়ে আশঙ্কার কিছু নেই। যেন সেই ইঙ্গিত ফিরে আসছে আবারও। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona)আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।পাশাপাশি উল্লেখজনক ভাবে কমেছে সক্রিয় কেসের সংখ্যা।

রাজধানী দিল্লি সহ হরিয়ানা, কেরালাতে যেভাবে সংক্রমণ বাড়ছিল তাতে দেশের করোনা গ্রাফ নিয়ে চিন্তায় ছিলেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৪১ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা ১৮ হাজার ৬০৪। দেশে অ্যাকটিভ কেসের হার কমে হয়েছে ০.০৪ শতাংশ। পাশাপাশি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর গ্রাফও বেশ নিম্নমুখী। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৯ জন। এই নিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ১৯০ জন। তবে রাজ্যে থাবা বসিয়েছে করোনা। কলকাতার জোকার আইআইএম ইন্সটিটিউটে করোনার থাবা, ৪ দিনে আক্রান্ত ২৪ জন। উদ্বিগ্ন পড়ুয়াদের পরিবার তথা আইআইএম কর্তৃপক্ষ।

অন্যদিকে দেশে সুস্থতার হার বেশ স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ৭৩ হাজার ৪৬০ জন করোনাকে হারিয়ে সেরে উঠেছেন। সুস্থতার হার ৯৮.৭৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের তরফ থেকে যে তথ্য দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, এখনও পর্যন্ত দেশে ১৯০ কোটি ৯৯ লক্ষের বেশি ডোজ করোনার টিকা (Corona Vaccine)দেওয়া হয়েছে।



spot_img

Related articles

বেলুড়মঠে সাড়ম্বরে পালিত স্বামী বিবেকানন্দের জন্মতিথি উৎসব, মঙ্গলারতির পরেই শুরু বেদপাঠ 

১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিন হলেও পৌষ মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে তার আবির্ভাব উৎসব পালিত হয়।...

হিমাচলে বাস দুর্ঘটনায় মৃত বেড়ে ১৪, রাজস্থানের জয়পুরে অডির ধাক্কায় আহত একাধিক!

হিমাচল প্রদেশের (Himachal Pradesh) সিরমৌর জেলার মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪। শুক্রবার দুপুরে সিমলা থেকে রাজগড় হয়ে...

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...