উচ্চশিক্ষায় সহযোগিতার বার্তা নিয়ে রাজভবনে বৈঠকে রাজ্যপাল ও শিক্ষামন্ত্রী

উচ্চশিক্ষায় সহযোগিতার বার্তা নিয়ে শুক্রবার রাজভবনে বৈঠক করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। শুক্রবার প্রায় ৪৫ মিনিট  ধরে রাজভবনে বৈঠক হয় শিক্ষামন্ত্রী  ও রাজ্যপালের।  বৈঠকে উপাচার্য নিয়োগ-সহ একাধিক বিষয়  নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।  আগামী দিনে  রাজ্যে উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়েও এদিন আলোচনা হয়েছে বলে খবর।  উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্যপাল যে রাজ্যের সঙ্গে  সব ধরনের সহযোগিতা করবেন সেই বার্তাই এদিন শিক্ষামন্ত্রীকে দিয়েছেন বলেও রাজভবন  সূত্রে জানা গিয়েছে। বৈঠক শেষে রাজ্যপাল নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। 

Previous article১০ হাজার কোটি আর্থিক তছরুপের অভিযোগে ৯ জায়গায় ইডির তল্লাশি
Next articleCorona Update: দেশে কমছে করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কা