Thursday, November 13, 2025

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি! তারপর যা ঘটলো

Date:

সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে(Marrige) হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন

রাজনৈতিক ঘটনাকে কেন্দ্রে করে দু’দলের মধ্যে গন্ডগোল ও বোমাবাজির ঘটনা অনেক সময় দেখা যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদের(Divorce case) ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি! এবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) থানার ভুড়ি গ্রামে।যেখানে নজিরবিহীন ভাবে রাতভর চলে বোমাবাজি( bombing)। বোমার আঘাতে যুবতীর বাবা-সহ চার জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন। যুবতীর বাপের বাড়ির লোকজন রাজীব বাউরি’র নামে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। একই সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও করে।

এরপরই রাজীবের পরিবার থেকে হুমকি দেওয়া শুরু হয় যুবতীর পরিবারকে। মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়।
সম্পর্ক না রাখলে যুবতীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল অভিযুক্ত রাজীব।

কিন্তু হুমকিতে কাজ না হওয়ায় গতকাল, শুক্রবার রাত ৯ টা নাগাদ যুবতীর বাবা মানিক বাদ্যকর ও কয়েকজন প্রতিবেশির উপর আচমকা হামলা চালায় রাজীব। বোমা মারা হয়। বোমার আঘাতে জখম হয়েছেন, যুবতীর বাবা মানিক বাদ্যকর ও প্রতিবেশী তারক বাদ্যকর , হাদু বাউরি ও লক্ষীকান্ত বাউরি। অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version