Saturday, November 15, 2025

বিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি! তারপর যা ঘটলো

Date:

সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে(Marrige) হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন

রাজনৈতিক ঘটনাকে কেন্দ্রে করে দু’দলের মধ্যে গন্ডগোল ও বোমাবাজির ঘটনা অনেক সময় দেখা যায়। কিন্তু বিবাহ বিচ্ছেদের(Divorce case) ঘটনাকে কেন্দ্র করে বোমাবাজি! এবার এমনই ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর (Pandabeswar) থানার ভুড়ি গ্রামে।যেখানে নজিরবিহীন ভাবে রাতভর চলে বোমাবাজি( bombing)। বোমার আঘাতে যুবতীর বাবা-সহ চার জন গুরুতর জখম হয়েছেন বলে খবর। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, সম্প্রতি ভুড়ি গ্রামের এক যুবতীর সঙ্গে এলাকারই বাসিন্দা রাজীব বাউরির বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তির শুরু। অশান্তির জেরে যুবতী বাপের বাড়ি চলে আসেন। যুবতীর বাপের বাড়ির লোকজন রাজীব বাউরি’র নামে পুলিশে বধূ নির্যাতনের অভিযোগ দায়ের করে। একই সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলাও করে।

এরপরই রাজীবের পরিবার থেকে হুমকি দেওয়া শুরু হয় যুবতীর পরিবারকে। মামলা তোলার জন্য চাপ দেওয়া হয়।
সম্পর্ক না রাখলে যুবতীকে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছিল অভিযুক্ত রাজীব।

কিন্তু হুমকিতে কাজ না হওয়ায় গতকাল, শুক্রবার রাত ৯ টা নাগাদ যুবতীর বাবা মানিক বাদ্যকর ও কয়েকজন প্রতিবেশির উপর আচমকা হামলা চালায় রাজীব। বোমা মারা হয়। বোমার আঘাতে জখম হয়েছেন, যুবতীর বাবা মানিক বাদ্যকর ও প্রতিবেশী তারক বাদ্যকর , হাদু বাউরি ও লক্ষীকান্ত বাউরি। অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা এখনও অধরা। ঘটনা কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।



Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...
Exit mobile version