Sunday, August 24, 2025

আইপিএলের (IPL) ম‍্যাচে ফের বেটিং-এর অভিযোগ। জুয়ার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে সিবিআই (CBI)।

আইপিএল-এর  পিছু ছাড়ছে না বেটিং বিতর্ক। ২০১৯ সালে আইপিএল-এ বেটিং পরিচালিত হয়েছিল পাকিস্তান থেকে। এমনটাই দাবি সিবিআই-এর (CBI)। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে, ”২০১৯ সালে পাকিস্তানের বুকিরা বেট করেন। আর সেই কারণে ম্যাচেও তার প্রভাব পড়েছে। বুকিরা সাধারণ মানুষকে বোকা বানিয়ে বেটিং-এ প্ররোচিত করছে।”

টাকার লেনদেন করতে বিভিন্ন ব্যাঙ্কে বেনামে অ্যাকাউন্ট খুলেছিল বুকিরা। এমনটাই জানা যাচ্ছে, সিবিআই সূত্রে। ভুয়ো কাগজ পত্র দেখিয়ে ব্যাঙ্ক কর্মীদের সহযোগিতায় গোটা কাজটা করেছিলেন বুকিরা। টাকা তোলা হয়েছিল সাধারণ মানুষের কাছ থেকে। বিভিন্ন দেশ থেকেও এসেছিল বিরাট অঙ্কের টাকা। ২০১০ সাল থেকেই আইপিএল-এ এমন ভাবে বেটিং করছেন বুকিরা। পাশাপাশি সাধারণ মানুষকে উৎসাহিত করে চলেছেন তারা। ফলে অনেকেই টাকা লাগাচ্ছেন। কিন্তু প্রতারিত হচ্ছেন। এই বুকিরা খেলার চালচিত্র বদলে দেওয়ার ক্ষমতাও রাখেন।

সিবিআই জানিয়েছে, ”সাধারণ মানুষ শুধু নয়, বিদেশ থেকেও টাকা এসেছে বুকিদের কাছে। ২০১০ সাল থেকেই আইপিএল-এ এমন কাজ করে চলেছেন বুকিরা।”

এই ঘটনায় তিন জনের নামে এফআইআর করেছে সিবিআই।

২০১৩ সালে আইপিএল-এ স্পট ফিক্সিংয়ের জন্য নির্বাসিত হয়েছিলেন এস শ্রীশান্ত, অঙ্কিত চান্ডিলা ও  অঙ্কিত চৌহান। তার সঙ্গেই দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিল দুই ফ্র্যাঞ্চেইজি। রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। তবে সেক্ষেত্রে পাক যোগের কথা জানা যায়নি। ২০১৯ সালে আইপিএল ফাইনাল বেশ উত্তেজক ছিল। মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসকে ১ রানে হারিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স ।

আরও পড়ুন:Ambati Rayudu: অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন রায়ডু

 

 

Related articles

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...

গুরু গ্রন্থসাহেব-এর প্রকাশ পর্ব: শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বাংলায় সকলের অধিকার রক্ষিত হয় সবথেকে বেশি মর্যাদার সঙ্গে। সব ধর্ম, সব জাতিকে যোগ্য মর্যাদা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version