Wednesday, November 12, 2025

Ambati Rayudu: অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন রায়ডু

Date:

অবসরের কথা ঘোষণার ১৫ মিনিটের মধ্যেই নিজের করা টুইট মুছে ফেললেন চেন্নাই সুপার কিংসের ( CSK) ক্রিকেটার অম্বাতি রায়ডু (Ambati Rayudu)। আইপিএলের ( IPL) মাঝে অবসরের কথা ঘোষণা করেন অম্বাতি রায়ডু। শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন অভিজ্ঞ এই ক্রিকেটার। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) দলের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেছেন অম্বাতি। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই টুইট আবার ডিলিট করেন এই উইকেটরক্ষক ব্যাটার।

এদিন টুইট করে রায়ডু লেখেন “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, যে এটাই আমার শেষ আইপিএল। ১৩ বছর মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা দারুনভাবে উপভোগ করেছি। এই দারুণ সফরের জন্য দুই দলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”  যদিও কিছুক্ষণের মধ্যেই সেই টুইট মুছে ফেলেন তিনি। রায়ডুর অবসর নেওয়ার কথা অস্বীকার করেছে চেন্নাই সুপার কিংসও।

এই নিয়ে এক সর্ব ভারতীয় সংবাদ সংস্থাকে চেন্নাই সুপার কিংসের সিইও কাশি বিশ্বনাথন বলেন, ”এটা একেবারে ভুল খবর। রায়ডু অবসর নিচ্ছে না। এই ব্যপারে আমরা চিন্তিত নই। ও এখনই অবসর নিচ্ছে না।”

সূত্রের খবর, রায়ডু যে এভাবে মরশুমের মাঝে অবসরের কথা ঘোষণা করবেন সেটা জানতেন না চেন্নাই ম্যানেজমেন্ট। তাই টুইট দেখে অবাক হয়ে যান তাঁরা। এখনও দুটো খেলা বাকি চেন্নাইয়ের। এই টুইটের প্রভাব সেই খেলায় পড়তে পারে বলে মনে করেন তাঁরা। তার ফলেই নাকি টুইট মুছে ফেলেন রায়ডু।

আরও পড়ুন:Rishabh Pant: সুস্থ হয়ে উঠছেন পৃথ্বী, পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামতে পারেন দিল্লির ব‍্যাটার: সূত্র

 

 

Related articles

মৃত ভোটারের নামে ফর্ম জমা পড়লে কঠোর পদক্ষেপের নির্দেশ কমিশনের

মৃত ভোটারের নামে এনুমারেশন ফর্ম জমা পড়লে এবার সরাসরি আইনি ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী,...

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...
Exit mobile version