Monday, November 10, 2025

আচমকা দুর্গা পিটুরি লেনের ৩টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত KMRCL-এর, মাথায় হাত বাসিন্দাদের

Date:

বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনের(Durga pituri lane) বাসিন্দাদের চোখে-মুখে এখনও আতঙ্ক। বলেছিল সারিয়ে দেবে কিন্তু কিছুই করেনি, এমন অভিযোগ তুলছেন ১৯ নম্বর দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন তাদের ভিটেবাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল (KMRCL)। হঠাৎ এই সিদ্ধান্তের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ছেন ১৬, ১৬/১, ১৯ নম্বরের বাসিন্দারা।

প্রায় থেকে ১৬-১৭টি পরিবারের বাস এই ঠিকানায়। এখন প্রশাসন তাঁদের অন্যত্র পাঠিয়ে দিয়েছে। বাড়ি ছাড়ার সময় ফাটলের যে অবস্থা দেখেছেন আজ তা আরও ভয়াবহ। প্রায় তিন দিন হতে চলল তাঁরা বাড়ি ছাড়া। সিলিং, মেঝে, দেয়ালগুলো প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বৃষ্টির জল ঢুকে সব ঘর জলময়। হাইড্রোলিক সাপোর্ট(Hydrolic support) সিস্টেম ব্যবহার করে সাময়িকভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কড়ি বর্গার সিলিংকে। এবার বিপদজনক এই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো কেএমআরসিএল (KMRCL)।

শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-কে (Biswarup Dey) সঙ্গে নিয়ে বাড়িগুলি দেখতে আসেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। এখনকার বাসিন্দারা যাঁরা এই মুহূর্তে হোটেলে বসবাস করছেন, তাঁরাও সেই সময় বাড়িতে যান।তাঁদের সঙ্গে কথা বলেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা।বাসিন্দাদের দাবি, বাড়ি সঠিকভাবে না ঠিক করা হলে তাঁরা ফিরবেন না দুর্গা পিটুরি লেনের ঠিকানায়। এরপরই বউবাজারে ৩টি বাড়ি ১৬, ১৬/১, ১৯ নম্বর ভাঙার সিদ্ধান্তের কথা জানা যায়।KMRCL এর তরফ থেকে জানা যাচ্ছে ধস নামার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়েছে। বিপদজনক বাড়িগুলি নিয়ে আর কোনও রকমের ঝুঁকি নেওয়া হবে না, বিপদ যাতে আর না বাড়ে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



Related articles

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্গঠন ও পুনর্বাসনের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রশাসনের...

রাজ্যের গ্রামে পৌঁছচ্ছে আধুনিক চিকিৎসা, মুখ্যমন্ত্রীর হাত ধরে চালু ২১০টি মোবাইল মেডিক্যাল ইউনিট

রাজ্যের প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। স্বাস্থ্য ভবন প্রাঙ্গণ...

সব মামলায় জামিন, সাড়ে তিনবছর পরে জেলমুক্তি ঘটতে চলছে পার্থর

অবশেষে সব মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সোমবার বিকেলে বিশেষ সিবিআই আদালত তাঁর...

জাতীয় দলে শামির পক্ষেই সওয়াল সৌরভের, ইডেনে পিচ পরিদর্শন গম্ভীরের

কয়েকদিন পরই  ইডেনে শুরু হবে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট(IND vs SA Test)। ইতিমধ্যেই দুই দল কলকাতায় চলে এসেছে। সোমবার...
Exit mobile version