Wednesday, December 17, 2025

আচমকা দুর্গা পিটুরি লেনের ৩টি বাড়ি ভাঙার সিদ্ধান্ত KMRCL-এর, মাথায় হাত বাসিন্দাদের

Date:

Share post:

বউবাজারের (Bowbazar) দুর্গা পিটুরি লেনের(Durga pituri lane) বাসিন্দাদের চোখে-মুখে এখনও আতঙ্ক। বলেছিল সারিয়ে দেবে কিন্তু কিছুই করেনি, এমন অভিযোগ তুলছেন ১৯ নম্বর দুর্গা পিটুরি লেনের বাসিন্দারা। কিছুক্ষণ আগেই তারা জানতে পেরেছেন তাদের ভিটেবাড়ি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেএমআরসিএল (KMRCL)। হঠাৎ এই সিদ্ধান্তের কথা শুনে কান্নায় ভেঙ্গে পড়ছেন ১৬, ১৬/১, ১৯ নম্বরের বাসিন্দারা।

প্রায় থেকে ১৬-১৭টি পরিবারের বাস এই ঠিকানায়। এখন প্রশাসন তাঁদের অন্যত্র পাঠিয়ে দিয়েছে। বাড়ি ছাড়ার সময় ফাটলের যে অবস্থা দেখেছেন আজ তা আরও ভয়াবহ। প্রায় তিন দিন হতে চলল তাঁরা বাড়ি ছাড়া। সিলিং, মেঝে, দেয়ালগুলো প্রায় দুভাগে ভাগ হয়ে গিয়েছে। বৃষ্টির জল ঢুকে সব ঘর জলময়। হাইড্রোলিক সাপোর্ট(Hydrolic support) সিস্টেম ব্যবহার করে সাময়িকভাবে সাপোর্ট দেওয়া হয়েছে কড়ি বর্গার সিলিংকে। এবার বিপদজনক এই বাড়িগুলি ভেঙে ফেলার সিদ্ধান্ত নিলো কেএমআরসিএল (KMRCL)।

শনিবার দুপুরে স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে-কে (Biswarup Dey) সঙ্গে নিয়ে বাড়িগুলি দেখতে আসেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। এখনকার বাসিন্দারা যাঁরা এই মুহূর্তে হোটেলে বসবাস করছেন, তাঁরাও সেই সময় বাড়িতে যান।তাঁদের সঙ্গে কথা বলেন KMRCL-এর জেনারেল ম্যানেজার এ কে নন্দী। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তাঁরা।বাসিন্দাদের দাবি, বাড়ি সঠিকভাবে না ঠিক করা হলে তাঁরা ফিরবেন না দুর্গা পিটুরি লেনের ঠিকানায়। এরপরই বউবাজারে ৩টি বাড়ি ১৬, ১৬/১, ১৯ নম্বর ভাঙার সিদ্ধান্তের কথা জানা যায়।KMRCL এর তরফ থেকে জানা যাচ্ছে ধস নামার সম্ভাবনা আছে কিনা তা খতিয়ে দেখে পদক্ষেপ করা হয়েছে। বিপদজনক বাড়িগুলি নিয়ে আর কোনও রকমের ঝুঁকি নেওয়া হবে না, বিপদ যাতে আর না বাড়ে তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



spot_img

Related articles

সুপ্রিম নির্দেশে সরলো আর জি কর ধর্ষণ-খুন মামলা: শুনানি এবার কলকাতা হাই কোর্টে

আর জি কর মেডিক্যাল কলেজে (R G Kar Medical College And Hospital) চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ-খুনের মামলার এবার নতুন মোড়।...

টাকার দামে পতন অব্যাহত! আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ঘিরে ধোঁয়াশা বাড়ছে

ভারতীয় টাকার দামে (Indian Rupee Rate) আবারও বড় পতন দেখা গেল। বুধবার দুপুর আড়াইটে নাগাদ ডলার প্রতি টাকার...

ভারত- পাক সীমান্তে অনুপ্রবেশ কেন, বাংলা – বাংলাদেশ সীমান্তের কথা উঠতেই কেন্দ্রকে প্রশ্ন তৃণমূলের

সংসদের চলতি অধিবেশনে বাংলাদেশ থেকে অনুপ্রবেশের প্রসঙ্গে বাংলার তৃণমূল সরকারের (TMC Govt)দিকে দায় ঠেলতেই ভারত-পাক সীমান্ত নিয়ে কেন্দ্রের...

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...