I-League: আইলিগ ফয়সালার ম্যাচ, ইতিহাসের সামনে মহামেডান স্পোর্টিং ক্লাব

প্রথমবার আইলিগ ট্রফি কি ময়দানের মহামেডান তাঁবুতে ঢুকবে? নাকি টানা দু’বার চ্যাম্পিয়নের মুকুট পরবে গোকুলাম কেরালা? উত্তর মিলবে শনিবার রাতের যুবভারতীতে।

শনিবার ইতিহাসের সামনে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। মোহনবাগানের (Mohunbagan)পর কলকাতার দ্বিতীয় ক্লাব হিসেবে আইলিগ (I-League)জেতার সামনে দাঁড়িয়ে তারা। যুবভারতী স্টেডিয়ামে শনিবার গোকুলাম কেরলকে (Gokulam Kerala) হারাতে পারলেই প্রথমবারের  আইলিগ ট্রফি ঢুকবে সাদা-কালো ব্রিগেডে।

প্রথমবার আইলিগ ট্রফি কি ময়দানের মহামেডান তাঁবুতে ঢুকবে? নাকি টানা দু’বার চ্যাম্পিয়নের মুকুট পরবে গোকুলাম কেরালা? উত্তর মিলবে শনিবার রাতের যুবভারতীতে। প্রিয় দলের হাতে ট্রফি দেখতে মাঠ ভরাবেন মহামেডান সমর্থকরা। মার্কাস জোশেফ, শেখ ফৈয়াজরা সমর্থকদের প্রথমবার আই লিগ ট্রফি উপহার দিতে মুখিয়ে আছেন। শ্রীনিধি-র কাছে গোকুলামের হারের পর হঠাৎ চলে আসা সুযোগটা কাজে লাগাতে তৈরি সাদা-কালো ব্রিগেড। গোকুলামের খেলার ভিডিও বিশ্লেষণ করে ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন মহামেডানের রুশ কোচ আন্দ্রে চেরনিশভ। গোকুলামকে ড্র করলেও চলবে। কিন্তু মহামেডানকে জিততেই হবে। আর গোলের জন্য সাদা-কালো শিবির নির্ভর করবে ফর্মে থাকা ত্রিনিদাদ ও টোবাগোর স্ট্রাইকার মার্কাস জোশেফের উপর। লিগে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তিনি।

শনিবারের লিগ ফাইনালের আগে মার্কাস বলেছেন, ‘‘গোলের জন্য দল আমার উপর নির্ভর করে আছে এটা ঠিক নয়। ফৈয়াজ, ব্রেন্ডনরাও গোল করছে। হেনরি কিসেকা আছে। আমাদের গোল করার লোকের অভাব নেই। আমরা মরশুমে দুর্দান্ত খেলেছি। এবার আই লিগটা জিতলে আমাদের লড়াই সার্থক।’’ ফৈয়াজ, ব্রেন্ডনরা বলছেন, ‘‘সমর্থকরা মাঠে আসুন, আমাদের সমর্থন করুন। ট্রফি আমরাই জিতব।’’

মহামেডান কোচ চেরনিশভ ম্যাচের আগে বলেছেন, ‘‘অবশ্যই এই ম্যাচে আমরা এগিয়ে থাকব কারণ, গ্যালারির সমর্থন থাকছে আমাদের জন্য। পয়েন্টে এগিয়ে থাকলেও গোকুলামের জন্য কাজটা সহজ হবে না।’’ তবে মহামেডানকে হুঁশিয়ারি দিয়েছেন গোকুলাম কোচ আলবার্তো আনিস। বলেন, ‘‘আগের ম্যাচে আমাদের মনঃসংযোগ নষ্ট হয়েছিল। শনিবার লড়াই হবে।’’

আরও পড়ুন:Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারতীয় পুরুষ ব‍্যাডমিন্টন দল, টমাস কাপের ফাইনালে তারা

 

 

Previous articleবিবাহ বিচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক বোমাবাজি! তারপর যা ঘটলো
Next articleরহড়ায় কৌটা বোমা বিস্ফোরণে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য