Thomas Cup: ইতিহাস তৈরি করল ভারতীয় পুরুষ ব‍্যাডমিন্টন দল, টমাস কাপের ফাইনালে তারা

রবিবার টমাস কাপের ফাইনালে ভারত মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার।

৭৩ বছরের খরা অবশেষে মিটল। ইতিহাস গড়ল ভারতীয় (India) পুরুষ ব‍্যাডমিন্টন দল। টমাস কাপের (Thomas Cup) ইতিহাসে প্রথম বার ফাইনালে উঠল ভারত। ৪৩ বছর আগে শেষবার কোনও পদক এসেছিল টমাস কাপে।বৃহস্পতিবারই পদক নিশ্চিত করে ফেলেছিলেন শ্রীকান্তরা। শুক্রবার তাঁরা আরও একধাপ এগিয়ে নিয়ে গেলেন নিজেদের। শক্তিশালী ডেনমার্ককে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারতীয় শাটলাররা।

এদিন ব্যাঙ্ককে ডেনমার্ককেও ৩-২ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠল ভারত। মালোয়েশিয়ার বিরুদ্ধে যাঁরা জিতেছিলেন, ডেনমার্কের বিরুদ্ধে তাঁরাই ভারতকে জয় এনে দিলেন। প্রথম ম্যাচে এদিন নেমেছিলেন লক্ষ্য সেন। প্রথম ম‍্যাচে হারের মুখ দেখে ভারত। ১৩-২১, ১৩-২১ লক্ষ্য হেরে যান ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে। এরপর নেমেছিলেন ডাবলস জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি। তাঁরা ২২-২০, ২১-২৩, ২২-২০ গেমে হারিয়ে দেন কিম অস্ট্রুপ এবং ম্যাথিয়াস ক্রিশ্চেনসেনের জুটিকে। এরপর তৃতীয় ম্যাচে নেমেছিলেন শ্রীকান্ত। তিনি অ্যান্ডার্স অ্যান্টনসেনকে ২১-১৮, ১২-২১, ২১-১৫ গেমে হারিয়ে এগিয়ে দেন ভারতকে। চতুর্থ ম্যাচে আবার স্কোর সমান হয়ে যায়। অ্যান্ডার্স রাসমাসেন এবং ফ্রেডেরিক সোগার্ড জুটির কাছে ১৪-২১, ১৩-২১ গেমে হেরে যান হন কৃষ্ণ প্রসাদ গর্গ এবং বিষ্ণুবর্ধন গৌড়। ভারতকে বাঁচানোর দায়িত্ব ফের এসে পড়ে সেই এইচএস প্রণয়ের কাছেই। তিনি শেষ ম্যাচে ১৩-২১, ২১-৯, ২১-১২ গেমে রাসমাস জেমকে-কে হারিয়ে ভারতকে ফাইনালে তুলে দেন। আর এরফলে নতুন ইতিহাস তৈরি করে ভারতীয় দল।

রবিবার টমাস কাপের ফাইনালে ভারত মুখোমুখি হবে ইন্দোনেশিয়ার। সেমিফাইনালে উঠতেই ভারতের পদক নিশ্চিত হয়ে গিয়েছিল।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Previous articleকুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার একটি আদালতে চার্জশিট পেশ করল ত্রিপুরা পুলিশ।
Next article৩০ বছর ধরে ৬০ ছাত্রীকে যৌন নিগ্রহ করে গ্রেফতার শিক্ষক- সিপিএম নেতা