আচমকা বারাকপুরের (Barrackpur) বিরিয়ানির দোকানে চলল গুলি। আহত হয়েছেন দোকানের এককর্মী ও ক্রেতা। সোমবার, দুপুরে হঠাৎই দুজন ‘ডি বাপি’ বলে ওই দোকানের সামনে গিয়ে এলোপাথারি গুলি (Fire) চালায়। ঘটনায় আহত হন এক কর্মী। তাঁর পেটে গুলি লাগে। সেখানে উপস্থিত এক ক্রেতার হাতেও গুলি লাগে। দুষ্কৃতীরা বাইকে করে গিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শী। এই হামলার পিছনে ব্যবসায়িক শত্রুতা না কি ব্যক্তিগত প্রতিহিংসা তা খতিয়ে দেখছে পুলিশ।