Sunday, November 9, 2025

CBI দফতরের সামনে ধর্ণা দেবো, শুভেন্দুর বিরুদ্ধে পদক্ষেপ হবে তো? কেন এমন বললেন কুণাল

Date:

Share post:

“ভোট পরবর্তী হিংসা” মামলায় কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মৃত্যুতে এবার বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI. গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই মনে করেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

কুণালের যুক্তি, এতদিন ডাকা হয়নি। কিন্তু যখনই অভিজিতের দাদা সিজিও কমপ্লেক্সের সামনে একটি মামলা চলাকালীন ও বিচারাধীন থাকা সত্ত্বেও CBI-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ধর্নায় বসে, আর ঠিক তার পরই যদি তাতে প্রভাবিত হয়ে CBI পদক্ষেপ করে, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। যে কোনও মৃত্যুই দুঃখজনক। কিন্তু অভিজিৎ সরকারের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।

এরপর নিজের মতো যুক্তি দিয়ে কুণাল ঘোষ বলেন, শুভেন্দু অধিকারীরকে কাগজে মুড়িয়ে টাকা নিতে দেখা গিয়েছে। সেই মামলার তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। ওই মামলায় FIR-এ নাম রয়েছে শুভেন্দুর। কিন্তু কোনও তৎপরতা দেখাচ্ছে না CBI. এরপরই কুণালের সংযোজন, “আমিও ভাবছি FIR-এ নাম থাকা সত্ত্বেও শুভেন্দু অধিকারীকে কেন তলব করা হচ্ছে না? কেন গ্রেফতার করা হচ্ছে না? আমিও তো শুভেন্দুকে গ্রেফতারের দাবিকে সামনে রেখে CBI দফতরের সামনে প্ল্যাকার্ড হাতে ধর্ণা দিতে পারি। তাহলে কি CBI শুভেন্দুকে ডাকবে? এই প্রশ্নও তোলেন কুণাল ঘোষ।

উল্লেখ্য, গতবছর বিধানসভা ভোটের পর কাঁকুড়গাছির বিজেপি কর্মী অভিজিৎ সরকারের উপর হামলা হয়। ওইদিনই তাঁর মৃত্যু হয়। সেই মামলায় CBI তদন্ত সঠিক পথে এগোচ্ছে না বলে অভিযোগ করেন নিহত অভিজিতের দাদা বিশ্বজিত। এননকি, ঘটনায় প্রত্যক্ষ মদত থাকা বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও দাবি তুলে সল্টলেক সিজিও কমপ্লেক্সে CBI দফতরের সামনে ধর্ণায় বসেছিলেন বিশ্বজিৎ দাস। ঠিক তার পরই পরেশ পালকে CBI তলব, রাজনৈতিক অভিসন্ধি বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

আরও পড়ুন- বুস্টার ডোজের চেয়ে ওমিক্রনের সংক্রমণ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সক্ষম, দাবি গবেষণায়

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...