Wednesday, November 12, 2025

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিয়োগ: সিবিআই তদন্তের নির্দেশ, পরেশকে মন্ত্রিত্ব থেকে সরানোর সুপারিশ হাইকোর্টের

Date:

একাদশ-দ্বাদশে রাষ্ট্রবিজ্ঞানে শিক্ষক নিয়োগে মামলায় এবার সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মঙ্গলবারই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে মেধা তালিকায় না থেকেও চাকরি পেয়েছেন তাঁর মেয়ে- এই অভিযোগে মন্ত্রী পরেশ অধিকারীকে (Paresh Adhikari) পদ থেকে সরাতে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে সুপারিশ করেছে আদালত।

হাইকোর্টে মামলাকারী অভিযোগ করেন, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে বেআইনি ভাবে একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। পার্সলোনালিটি টেস্ট না দিয়েই চাকরি পেয়েছেন অঙ্কিতা। শুনানিতে এসএসসি-র চেয়ারম্যানের কাছে এবিষয়ে জানতে চান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর অফিস থেকেই ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে অংশ নেন এসএসসি-র চেয়ারম্যান। শুনানির শেষে বিচারপতি, এদিন রাত আটটার মধ্যে পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করতে সিবিআইকে নির্দেশ দেন। পাশাপাশি, তাঁক পদ থেকে সরানোর সুপারিশ করেন।

আরও পড়ুন:মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে উদ্যোগ, ৫৬ জন মাওবাদীকে চাকরির নিয়োগপত্র প্রদান মুখ্যমন্ত্রীর

এই বিষয়টি নিয়ে তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, “কোনটা ঠিক, কোনটা ভুল সেটা আদালতের বিচারাধীন বিষয়। সে বিষয়ে মন্তব্য করবো না। কিন্তু আদালত এটা ঠিক করে দিতে পারে না মন্ত্রিসভায় কোন মন্ত্রী থাকবেন, আর কোন মন্ত্রীর ছেড়ে দেওয়া উচিত। এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট সরকার।”




Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...
Exit mobile version