Wednesday, August 27, 2025

লখনউয়ের নাম বদলে এবার কি লক্ষ্মণপুরী? যোগীর টুইট ঘিরে জল্পনা

Date:

নাম বদলের অঙ্কে এবার কি তবে বদলাতে চলেছে উত্তরপ্রদেশের(Uttarpradesh) রাজধানী লখনউ-এর(Lucknow) নাম? এবার সেই জল্পনাই উস্কে দিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ(Yogi Aditynath)। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লখনউতে স্বাগত জানিয়ে একটি টুইট করেন যোগী যে টুইটে তিনি লেখেন, ”শেষঅবতার ভগবান লক্ষ্মণের পবিত্র নগরীতে আপনাকে স্বাগত জানাই।” লখনউকে ‘লক্ষ্মণের নগরী’ বলে উল্লেখ করে যোগীর এই টুইট প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জল্পনা।

সূত্রের খবর, লখনউতে একটি বড় লক্ষ্মণের মূর্তি তৈরির প্রস্তুতি শুরু করেছে যোগী সরকার। এপ্রসঙ্গে শ্রী লক্ষ্মণপীঠ সেবান্যাসের প্রধান ধীরেন্দ্র বশিষ্ঠ আগেই জানিয়েছিলেন, লক্ষ্মণ মন্দিরের জন্য এক একর জমি পাওয়া গিয়েছে। সেখানে একটি ৮১ ফিট উঁচু লক্ষ্মণের মন্দির নির্মাণ করা হবে।” তিনি আরও জানিয়েছিলেন, এই লক্ষ্মণ মন্দির নির্মাণের জন্য পাঁচ বছর সময় লাগবে। মীনাক্ষী তিওয়ারি এবং সুনীল শ্রীবাস্তব এই মন্দিরের নির্মাণ পরিকল্পনা তৈরি করছেন। বাস্তু মেনেই তৈরি হবে এই মন্দির। ধীরেন্দ্র বশিষ্ঠ আরও বলেন, ”রাজকীয় আকারে তৈরি হচ্ছে এই লক্ষ্মণের মন্দিরটি।” এরই মাঝে যোগীর এই টুইট স্বাভাবিক ভাবেই জল্পনা বাড়িয়ে তুলেছে। যদিও উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে এবিষয়ে কোনওরকম মন্তব্য করা হয়নি। তবে টুইটকে ঘিরে জল্পনা তুমুল আকার নিয়েছে।

আরও পড়ুন:হাসপাতাল ফেরালে FIR: ফের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

উল্লেখ্য, যোগী রাজ্য উত্তরপ্রদেশে নাম বদলের রাজনিতি অবশ্য নতুন কিছু নয়, যেমন ফৈজাবাদ রেল স্টেশনের নাম বদল করে রাখা হয়েছে অযোধ্যা ক্যান্টনমেন্ট। মুঘলসরাই জংশনের নাম বদল করে রাখা হয়েছে দীন দয়াল উপাধ্যায় জংশন। এলাহাবাদ শহরের নাম আগেই বদল করে প্রয়াগরাজ রেখেছিলেন যোগী আদিত্যনাথ। সুলতানপুর, মির্জাপুর, আলিগড়, ফিরোজাবাদেরও নাম বদল করার প্রস্তাব দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। প্রস্তাব গৃহীত হলে সুলতানপুর বদলে হবে কুশ ভবনপুর, মেইনপুর হবে মায়া নগরী, আলিগড় হবে হরিগড়, ফিরোজাবাদ হবে চন্দ্রানগর এবং মির্জাপুর হবে বিন্ধধাম। আর সেই সবকিছুর মাঝেই লখনউএর নাম যোগ হতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলের।




Related articles

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...

মহারাজের বায়োপিকের তৎপরতা শুরু, আজ সৌরভের বাড়িতে রেইকি প্রোডাকশন টিমের

মহারাজের ফ্যানেদের অপেক্ষার অবসান, এবার মহানগরীর ময়দান থেকে অলিগলি, ইডেন থেকে বেহালা - পুরো কলকাতার শহর জুড়েই সৌরভ...

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...
Exit mobile version