Friday, November 14, 2025

জলের ড্রামে মৃত মায়ের সৎকার ছেলের! বেনজির কান্ড তামিলনাড়ুতে

Date:

Share post:

মায়ের মৃত্যু(Death)মেনে নিতে পারেননি তাই তাঁকে জলের ড্রামে(Drum)ভরে সিমেন্ট-বালি দিয়ে গেঁথে নিজের কাছে রেখে দিলেন ছেলে।

ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে (TamilNadu)।বছরখানেক আগে স্ত্রী ছেড়ে চলে যায় পেশায় দর্জি সূরেশের। স্ত্রীর চলে যাওয়ার পরে মানসিক বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি বলেই ধারণা প্রতিবেশীদের।তারপর থেকেই বৃদ্ধা মায়ের সঙ্গেই থাকতেন সুরেশ।যদিও খুব কমই বাড়ির বাইরে দেখা যেত সুরেশের মাকে। কিন্তু দু’সপ্তাহ ধরে একেবারেই তাঁকে দেখতে পাওয়া যাচ্ছিল না। সেই কারণে সন্দেহ হয় প্রতিবেশীদের। তখন তাঁরা সুরেশের স্ত্রীকে বিষয়টি  জানান এবং সুরেশের দাদাকে খবর দেওয়া হয়।

খবর পেয়েই সুরেশের দাদা ওই বাড়িতে পৌঁছন এবং মাকে দেখতে না পেয়ে ভাইকে জিজ্ঞাসাও করেন। তখন সুরেশ তাঁর দাদাকে বলেন, ‘‘মা তো দু’সপ্তাহ আগেই মারা গিয়েছে! যখন মা বেঁচে ছিল কেউ আসেনি। তাই মারা যাওয়ার পর আমি নিজেই তার সৎকার করেছি।”এর পরের উত্তরের শুনেই কেঁপে ওঠেন সুরেশের দাদা। একটি প্লাস্টিকের ড্রাম দেখান তিনি দাদাকে এবং বলেন, “ওই ড্রামেই মা আছে। নিজের সঙ্গে রাখতে মাকে ওখানেই রেখে দিয়েছি আমি।”

ড্রামের কাছে গিয়ে দেখেন সিমেন্ট-বালি দিয়ে ড্রামের মুখ  সম্পূর্ণ বন্ধ। এরপরই পুলিশে খবর দেওয়া হয় তাঁরা এসে ড্রাম থেকে বৃদ্ধার দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তের  পর জানা গেছে অসুস্থতার কারণে সপ্তাহ দুয়েক আগে মৃত্যু হয়েছিল শেনবাগামের।

আরও পড়ুন- সম্পর্কে তৃতীয় কাঁটা: পল্লবীর মৃত্যুতে উঠছে সম্পত্তি হাতানোর তত্ত্ব

 

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...