Tuesday, July 15, 2025

চোখ রাঙাচ্ছে ডেঙ্গি,৪৬ জন সংক্রামিত বাগরাকোটে, ঘটনাস্থলে মেডিকেল টিম

Date:

Share post:

করোনার(Corona) প্রকোপ কমতেই চোখ রাঙাচ্ছে মশা বাহিত রোগ ডেঙ্গি(Dengue)। জলপাইগুড়ি জেলায় সংক্রমণের গ্রাফ উর্ধ্বমুখী।গতকাল পর্যন্ত জলপাইগুড়ি জেলায় ৭০ জনের ডেঙ্গির দেখা মিলেছে। এছাড়া সংক্রমণ ধরা পড়েছে ডুয়ার্সের কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট চা বাগান সহ আশেপাশের এলাকাতেও।

মঙ্গলবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী বাগরাকোট চা বাগান এলাকায় ৪৬ জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গেছে।ওদলাবাড়ির মাল ব্লক হাসপাতাল, মাল সুপার স্পেশালিটি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এঁদের চিকিৎসা চলছে। কেউ কেউ বাড়িতেও রয়েছেন।স্বাস্থ্য কর্মীরা বাড়ি বাড়ি মানুষকে পরিষেবা দিচ্ছে। চলছে নিয়মিত সংক্রমণ রোধের প্রক্রিয়া।

পরিস্থিতি খতিয়ে দেখতে মঙ্গলবার বাগরাকোটে আসেন জেলার মেডিকেল টিম। টিমে ছিলেন স্বাস্থ্য অধিকর্তা অসিত বিশ্বাস ও বিশেষজ্ঞরা।  বাগরাকোট এলাকার বাড়ি বাড়ি যান তাঁরা। পরিস্থিতি দেখে স্বাস্থ্য অধিকর্তা শ্রী বিশ্বাস বলেন, “পরিস্থিতি এখনো অ্যালার্মিং নয়।আমি অন্য একটা কাজে এসেছিলাম। যখন শুনলাম এখানে ডেঙ্গি হচ্ছে তখন পরিস্থিতি দেখতে এসেছি। যা দেখলাম, বাড়িতে ছোট ছোট পাত্রে জল জমা থাকছে। বাইরে টবে জল জমা থাকছে।এইসব জলে মশার লার্ভা ছড়াতে পারে। এজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। স্বাস্থ্যকর্মীরা ভালো কাজ করছেন।সংক্রমণের মাত্রা বেশি না হলে বাড়িতে রেখেই চিকিৎসা করা যাবে।এজাতীয় প্রকোপ মাঝেমধ্যে আসে আবার কমেও যায়। আশা করছি সপ্তাহ খানেকের মধ্যে ভালো জায়গায় পৌঁছানো যাবে।”

জলপাইগুড়ি জেলার প্রত্যন্ত অঞ্চল হল কালিম্পং জেলা লাগোয়া বাগরাকোট এলাকা। পানীয়জল এবং দৈনন্দিন কাজের জন্য ভরসা বলতে পাহাড়ি ঝর্নার পাইপবাহিত জল কিম্বা পাম্পের সাহায্যে ভূগর্ভস্থ জল। এজন্য স্থানীয় বাসিন্দারা ট্যাংকে, ড্রামে, বালতিতে জল জমা করে রাখে দৈনন্দিন কাজের জন্য। প্রকোপ বাড়তেই স্বাস্থ্য কর্মীরা জমা জল ফেলে দেয়। স্থানীয় তৃনমুল কংগ্রেস নেতা রাজেশ ছেত্রী জানান, এপর্যন্ত ৪৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। প্রতিটি বাড়ির ড্রামে জমা জল ফেলে দেওয়া হয়েছে। সবাইকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

আরও পড়ুন- সম্পর্কে তৃতীয় কাঁটা: পল্লবীর মৃত্যুতে উঠছে সম্পত্তি হাতানোর তত্ত্ব

spot_img

Related articles

ভারী বৃষ্টি ও জলছাড়ে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি! জেলাভিত্তিক পর্যবেক্ষণে প্রশাসনের আধিকারিকরা 

ডিভিসি-র জল ছাড়ার সঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে রাজ্যের একাধিক জেলায় জলমগ্নতা ও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশেষত...

দেউচা-পাঁচামি খনি প্রকল্পে এমডিও নিয়োগ চূড়ান্ত পর্যায়ে, আগ্রহী ৬ সংস্থা

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি প্রকল্প হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গের দেউচা-পাঁচামি প্রকল্পে মাইন ডেভেলপমেন্ট অপারেটর (এমডিও) নিয়োগের প্রক্রিয়া এখন...

মুখ্যমন্ত্রীর নির্দেশে সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে আবেদনের সময়সীমা বাড়ল ১০ দিন

উচ্চশিক্ষা বিভাগের সেন্ট্রালাইজড অনলাইন পোর্টালে ভর্তির আবেদনের সময়সীমা আরও ১০ দিন বাড়ানো হলো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই...

সবুজসাথীর একাদশ দফায় সাইকেল পাচ্ছে ১২ লক্ষ পড়ুয়া! নভেম্বরের মধ্যে বণ্টন সম্পূর্ণের লক্ষ্য

সবুজসাথী প্রকল্পের একাদশ দফায় রাজ্যের প্রায় ১২ লক্ষ স্কুল পড়ুয়া এবার সাইকেল পেতে চলেছে। অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে...