Thursday, August 21, 2025

গুজরাত নির্বাচনের আগে কংগ্রেসে বড় ধাক্কা, সোনিয়া-রাহুলের হাত ছাড়লেন হার্দিক প্যাটেল

Date:

সর্বভারতীয় স্তরে ফের বড়সড় ধাক্কা কংগ্রেসে। গুজরাত নির্বাচনের কয়েক মাস আগেই এবার কংগ্রেসের হাত ছাড়লেন তরুণ নেতা হার্দিক প্যাটেল। গুজরাত প্রদেশ কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল। আজ, বুধবার সকালে টুইট করে একথা নিজেই জানিয়েছেন তিনি। এদিন টুইটে হার্দিক লিখেছেন, “আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির সমস্ত পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাতের মানুষ খোলা মনে স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি যে আমার এই পদক্ষেপের পরে, ভবিষ্যতে আমি গুজরাতের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।”

জানা গিয়েছে, হার্দিক তাঁর পদত্যাগ পত্র দলের সুপ্রিমো
সোনিয়া গান্ধীকে পাঠিয়ে দিয়েছেন। পতিদার নেতা হার্দিকের পদত্যাগ গুজরাত বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।

প্রসঙ্গত, এদিন আচমকা ইস্তফার কথা ঘোষণা করলেও
পতিদার নেতা হার্দিকের কংগ্রেস ছাড়ার গুঞ্জন শুরু হয়েছিল কিছুদিন আগে থেকেই। কিন্তু হার্দিক তখন তা উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক। কিন্তু সম্প্রতি তিনি
কংগ্রেস নিয়ে বেসুরো ছিলেন। গুজরাত প্রদেশ কংগ্রেস সভাপতির মুখে পরোক্ষে বিজেপি প্রশংসা শোনা গিয়েছিল। কিন্তু তিনি দল ছাড়বেন, সেটা বলেননি। কিন্তু শেষপর্যন্ত জল্পনা সত্যি করে কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা দিলেন হার্দিক প্যাটেল।

আরও পড়ুন:নির্ধারিত সময়ের ৪০মিনিট আগেই CBI দফতরে বিধায়ক পরেশ পাল

 

 

Related articles

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...
Exit mobile version