৬ টা বাজার ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ চট্টোপাধ্যায়

আদালতের নির্দেশ মেনে নিজাম প্যালেসে পৌঁছলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আদালত অবমাননা এড়াতে আইনজীবীদের পরামর্শে এদিন ৬ টা বাজার ১৫ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছলেন পার্থ ।  জানা গিয়েছে সিবিআই আধিকারিকরা চার পাতার প্রশ্নপত্র নিয়ে তৈরি হয়ে আছেন।  এদিকে এদিনই বিকেল চারটের সময় সুপারিশ কমিটির চার সদস্যকে ডেকে পাঠানো হয়। তাদের বয়ানের সঙ্গে পার্থর জবাব মিলিয়ে দেখা হতে পারে। সকলকে একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এসএসসি  নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ।  বুধবার সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই রায়ে স্থগিতাদেশ চেয়ে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে আর্জি জানান প্রাক্তন শিক্ষামন্ত্রী।   এদিন দুপুর সাড়ে তিনটের সময় মামলাটি বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে ওঠে। কিন্তু আবেদনে পদ্ধতিগত ত্রুটির কারণে তা ফিরিয়ে দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ পরামর্শ দেয় জরুরি বিষয় হলে প্রধান বিচারপতির কাছে আবেদন করা যেতে পারে।

Previous articleলোধা-শবর উন্নয়নে কমিটি: বিনামূল্যে কোচিং সেন্টার, হোমস্টে-তে আদিবাসীদের যুক্ত করা পরামর্শ মুখ্যমন্ত্রীর
Next articleমাওবাদী নেই, গুজব ছড়ানো চেষ্টা হচ্ছে: ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী