Monday, August 25, 2025

Wriddhiman Saha: বাংলার হয়ে আর খেলতে চাননা ঋদ্ধি, সিএবি থেকে চাইলেন ‘এনওসি’: সূত্র

Date:

বাংলার হয়ে আর খেলতে রাজি নন ঋদ্ধিমান সাহা (Widdhiman Saha)। সূত্রের খবর, সিএবির (CAB) থেকে ছাড়পত্র চেয়েছেন ঋদ্ধি। ফলে রঞ্জি ট্রফির (Ranji Trophy) নক আউট পর্বে তাই ঋদ্ধিকে বাংলার হয়ে যে খেলতে দেখা যাবে না তা এক প্রকার নিশ্চিত।

সোমবার রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল পর্বের জন্য দল দল ঘোষণা করে বাংলা। সেখানে মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা- দু’জনকেই রাখা হয় বাংলা দলে। শামিকে রাখা হয় বোর্ড ছাড়পত্রের শর্তসাপেক্ষে। সিএবি আগাম ঠিক করেছিল যে, ঋদ্ধিমান ও মহম্মদ শামি- দু’জনকেই নকআউট পর্বে খেলানোর চেষ্টা করা হবে। সিএবি কর্তারা বলেছিলেন যে, দু’জনকেই ফোন করা হবে। কিন্তু শামিকে ফোন করা হলেও জানা যাচ্ছে ঋদ্ধিমানের সঙ্গে কোনও কথা বলেনি সিএবি। কথা না বলেই ঋদ্ধিকে টিমে রেখে দেয় তারা। যা নিয়ে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াও দল নির্বাচনী বৈঠকের রাতে বলেন, শামির ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ব্যাপার আছে বলে তাঁর সঙ্গে কথা বলা হয়েছে। আর শামি বাদে কারও সঙ্গেই কথা বলা হয়নি। এছাড়াও সিএবি প্রেসিডেন্ট বলেন যে, রঞ্জি ট্রফির গ্রুপ পর্বের সময় ঋদ্ধিমান বলেছিলেন যে, ব্যক্তিগত কারণে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। কিন্তু নকআউটে খেলবেন না, সেটা বলেননি। তাই কোয়ার্টার ফাইনালের টিমে রাখা হয়েছে। আর সূত্রের খবর, এই ঘটনাই ভালভাবে নেননি ঋদ্ধিমান সাহা।

এছাড়াও জানা যাচ্ছে, মঙ্গলবার দুপুরে সিএবি প্রেসিডেন্টকে ফোন করে তিনি বলে দেন, ১৫ বছর বাংলার হয়ে খেলার পর তাঁকে বাংলার প্রতি দায়বদ্ধতা নিয়ে কথা শুনতে হয়েছে। সিএবি’র তরফ থেকেই সেই প্রশ্ন তোলা হয়েছে। ঋদ্ধি জানিয়ে দেন তিনি এতটাই অপমানিত যে আর বাংলার হয়ে খেলতে চান না। তিনি ‘এনওসি’ চান।

আরও পড়ুন:Cannes 2022 : সব্যসাচীর শাড়িতে রেট্রো লুকে নজর কাড়লেন দীপিকা

 

 

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version