Sunday, November 16, 2025

‘মাওবাদী’ গুজবে শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করলে কড়া পদক্ষেপ: সাফ জানালেন মুখ্যমন্ত্রী

Date:

“ঝাড়গ্রামকে শান্ত করেছি। আগামী দিনে কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য করবেন না।“ বুধবারের পরে, বৃহস্পতিবার মাওবাদী প্রসঙ্গ কড়া বার্তা দিলেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। ঝাড়গ্রামে (Jhargram) কর্মিসভায় মমতা বলেন, এখানে মাওবাদী নেই। যদি কেউ আতঙ্ক ছড়াতে গুজব ছড়ায় তাহলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। স্পষ্ট বার্তা দেন মমতা।

এদিন, কর্মিসভায় তিল ধারণের জায়গা ছিল না। তৃণমূল নেত্রীর কথা শুনতে বহু মানুষের ভিড় করেন। সভাস্থলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেখানে মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের খতিয়ান তুলে ধরার পর অতিরিক্ত ডিম উৎপাদনের জন্য ঝাড়গ্রামের স্বসহায়ক দলের সদস্যদের অভিনন্দন জানান। বলেন, চাহিদা আছে। ভাল বাজার আছে। ডিমের উৎপাদন আরো বাড়াতে হবে। তাঁকে যে পাথরের জিনিসপত্র উপহার দেওয়া হয়েছে তার ভাল বাজারমূল্য রয়েছে বলেও জানান তিনি। সাবুই ঘাস থেকে নানা ধরনের ব্যাগ তৈরি হচ্ছে। ঝাড়গ্রামকে শান্ত ঝাড়গ্রাম গড়ে তোলা হয়েছে। আগামী দিন কেউ যেন হিংসার খেলা খেলতে সাহায্য না করেন। যদি কেউ ভয় দেখায়, আর ‘মাওবাদী মাওবাদী’ বলে মিথ্যা কথা প্রচার করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে প্রশাসন। এখানে মাওবাদী নেই। যাঁরা মাওবাদী ছিলেন তাঁরা এখন কাজ করেন। পুলিশে যোগ দিয়েছেন। প্রায় এক হাজারের ছেলেমেয়েদের হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য। “৩০হাজার যাঁরা মাওবাদী করত। আত্মসমর্পণ করেছে। তাঁদের কথা বলছি। আরো যাঁরা মাওবাদীদের হাতে মারা গেছে তাঁদের ৫৫৬টি পরিবারের সদস্যদের আমরা চাকরি দিয়েছি। গতকালও আমি ৩৫জনের হাতে চাকরির নিয়োগপত্র দিয়েছি।“ এদিন সভায় ছিলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন, অরূপ বিশ্বাস, মানস ভুঁইয়া, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জোৎস্না টুডু, বিধায়ক দুলাল মুর্মু, দেবনাথ হাঁসদা, খগেন্দ্রনাথ মাহাত, ঝাড়গ্রামের প্রাক্তন সাংসদ উমা সরেন প্রমুখ-সহ অন্যান্যরা।




Related articles

স্বামী-সন্তান ও শ্বশুরবাড়ির সদস্যদের নিয়ে অমৃতসরে মাতলেন কোয়েল

এই বছর দূর্গাপুজোয় মেয়েকে প্রথম প্রকাশ্যে এনেছিলেন কোয়েল মল্লিক(Koel Mallick)। ছেলে কবিরের সঙ্গে মিলিয়েই সাধ করে মেয়ের নাম...

ম্যাথাউজের চোখে মেসিই সেরা, ভারতীয় ফুটবলের উন্নতিতে দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ

ক্রিকেট কার্ণিভালের শহরে ফুটবলের কিংবদন্তি। কলকাতায় ঝটিকা কলকাতা সফরে জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবল অধিনায়ক লোথার ম্যাথাউজ(Lothar Matthaus)। দিনভর ঠাসা...

১৫ দিন টানা ডিউটি! শহর থেকে জেলায় একের পর এক হাসপাতালে বিএলও-রা

৪ নভেম্বর থেকে বাড়ি বাড়ি ইনিউমারেশন ফর্ম বিলি করছেন রাজ্যের বিএলও-রা। এখনও পর্যন্ত ফর্ম বিলির ক্ষেত্রে দেশের প্রথম...

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...
Exit mobile version