সাতসকালে বেপরোয়া লরির ধাক্কায় আহত ৫

সাতসকালে খাস কলকাতায় দুর্ঘটনা। বেপরোয়া লরির ধাক্কায় জখম ৫ পথচারী। ঘটনাটি ঘটেছে কলকাতার রিজেন্ট পার্ক এলাকার আজাদগড়ে। ইতিমধ্যেই লরির চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ।


আরও পড়ুন:বিনা টিকিটে ট্রেনে উঠে ৭ হাজার টাকা জরিমানা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী


বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বেপরোয়া গতিতে সুভাষগ্রামের দিক থেকে একটি লরি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি নেতাজী নগর থানা এলাকার একটি জায়গায় এবং রিজেন্ট পার্ক থানা এলাকার অন্তর্গত এই দুই জায়গায় পরপর কয়েকজনকে ধাক্কা মারে। এর জেরে জখম হন ৫ জন পথচারীর। প্রত্যক্ষদর্শীরা আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।




ঘটনার খবর পেতেই কর্তব্যরত ট্রাফিক সার্জেনরা লরিটির পিছু নেয়। এরপর ট্রাম ডিপোর কাছ থেকে লরিটি আটক করা হয়। ইতিমধ্যেই লরির চালক ও খালাসিকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। লরিটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ।

Previous articleবিনা টিকিটে ট্রেনে উঠে ৭ হাজার টাকা জরিমানা দিয়েছেন মন্ত্রী পরেশ অধিকারী
Next articleহত্যা নয়, পল্লবীর ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্টও বলছে আত্মহত্যাই করেছেন অভিনেত্রী