পরেশ অধিকারীর কন্যাকে স্কুল থেকে বরখাস্ত, অঙ্কিতার পদ শূন্য দেখানোর নির্দেশ আদালতের

এসএসসি নিয়োগ মামলায় বড়সড় ধাক্কা খেলেন পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারী। আজ, শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, অঙ্কিতা অধিকারীকে স্কুলের চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকী শিক্ষিকা হিসাবে তাঁকে স্কুলে ঢোকায় নিষেধাজ্ঞার নির্দেশ দেন বিচারপতি। পাশপাশি আদালতের নির্দেশ, ৪৩ মাসের বেতন ফেরত দিতে হবে অঙ্কিতাকে। দুটো কিস্তিতে  ওই টাকা ফেরাতে হবে তাঁকে।পাশপাশি অঙ্কিতার পদ শূন্য দেখাতে হবে বলে নির্দেশ দেয় আদালত।ওই পদ মামলাকারি ববিতা সরকারকে দেওয়া হতে পারে।




আরও পড়ুন:তিনমাসের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটাতে হবে, নির্দেশ আদালতের




বেআইনিভাবে অঙ্কিতা অধিকারী কোচবিহারে ইন্দিরা বালিকা বিদ্যালয়ের শিক্ষকতার চাকরি পেয়েছে বলে হাইকোর্টে অভিযোগ করেন মামলাকারী। অভিযোগ করেছিলেন ববিতা সরকার নামে এক এসএসসি পরীক্ষার্থী।আদালত নির্দেশ দেয়, অঙ্কিতকা চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এমনকী নিজেকে শিক্ষিকা হিসাবেও পরিচয় দিতে পারবেন না । আদালতের নির্দেশ, তিনি আর ওই স্কুলে ঢুকতেই পারবেন না।বিচারপতি অভিজিৎ জানিয়েছেন, প্রায় ৪১ মাসের বেতন দুই কিস্তিতে ফেরত দেবেন অঙ্কিতা। প্রথম কিস্তি ৭ জুন। দ্বিতীয় কিস্তি ৭ জুলাই।

Previous articleতিনমাসের মধ্যেই সরকারি কর্মচারীদের বকেয়া DA মেটাতে হবে, নির্দেশ আদালতের
Next articleআসছে ভয়ঙ্কর দিন, অনাহারে থাকবেন ৯ কোটি ভারতীয়: আশঙ্কা বিজ্ঞানীদের