দুর্নীতির নয়া অভিযোগে লালুপ্রসাদের বাসভবন সহ একাধিক জায়গায় তল্লাশি CBI-এর

ফের বিপাকে লালুপ্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারী মামলায় জামিন পাওয়ার কয়েক সপ্তাহ পরেই দুর্নীতির নয়া অভিযোগে জড়ালেন লালু। শুক্রবার সকাল থেকেই বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি -সহ মোট ১৫ জায়গায় তল্লাশি শুরু করেছে সিবিআই ।


আরও পড়ুন:চাঁদনি চকে অগ্নিকান্ড, পুড়ে ছাই ৪ টি দোকান


সূত্রের খবর, লালুপ্রসাদ যাদব এবং তাঁর মেয়ের বিরুদ্ধে একটি নতুন দুর্নীতির অভিযোগ উঠেছিল। সিবিআই-এর প্রাথমিক তদন্ত শুরু করেছিল। পরে এর অভিযোগে লালুপ্রসাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।সেই প্রেক্ষিতেই তল্লাশি শুরু করল CBI।



মাস খানেক আগে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় জামিন নিয়ে জেল থেকে বাড়ি ফেরেন বিহারের লালু। বিশেষ সিবিআই আদালত গত ফেব্রুয়ারি মাসে লালুকে পাঁচ বছরের কারাদণ্ড এবং ৬০ লক্ষ টাকা জরিমানা করে। গত মাসে এই মামলায় ঝাড়খণ্ড হাই কোর্ট থেকে জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।একবার ফের নয়া দুর্নীতিতে উঠে এল লালুর নাম।

Previous articleচাঁদনি চকে অগ্নিকান্ড, পুড়ে ছাই ৪ টি দোকান
Next articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস