Assam: ভয়াবহ বন্যা পরিস্থিতি! বন্যার কবলে প্রায় ৭ লক্ষ মানুষ

ইতিমধ্যেই প্রায় ৮০০৩৬.৯০ হেক্টর জমি জলার তলায় , প্রচুর ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ২৯টি জেলার ২২৫১ গ্রাম বিপর্যস্ত হয়েছে।

বৃষ্টির জেরে অসমে (Assam) বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। টানা বর্ষণে বন্যা(Flood) পরিস্থিতি এতটাই মারাত্মক যে ধারণার বাইরে বলছেন বাসিন্দারা। ইতিমধ্যেই প্রায় ৮০০৩৬.৯০ হেক্টর জমি জলার তলায় , প্রচুর ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী ২৯টি জেলার ২২৫১ গ্রাম বিপর্যস্ত হয়েছে।

জলের তলায় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে ২৯। পরিস্থিতি ক্রমশই ভয়াল হয়ে উঠছে অসমে। শুক্রবারই কাছার (Kachar), লখিমপুর(Lakhimpur) ও নগাঁওয়ে দুই শিশু-সহ চারজন প্রাণ হারিয়েছিলেন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল ১৪। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটি প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, খোলা আকাশের নিচে বিপর্যস্ত অবস্থায় কোনও মতে দিন কাটাচ্ছেন তাঁরা। ২১ হাজারের বেশি বানভাসি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত দু’দিনে শুধু ডিমা হাসাও থেকে প্রায় ২৭০ জনকে উদ্ধার করে শিলচরে (Silchar) সরিয়ে দিয়েছে বায়ুসেনা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। বন্যার কবলে কমপক্ষে ৭ লক্ষ মানুষ।

জেলা ভিত্তিক ক্ষতিগ্রস্তের খতিয়ানঃ

নগাঁও জেলা- ৩ লক্ষ ৩৬ হাজার
কাছার- ১ লক্ষ ৬৬ হাজার
দারাংয়- ৫২ হাজার ৭০৯
হোজাই- ১ লক্ষ ১১ হাজার



Previous article“অপরাজিত” দেখতে প্রিয়া সিনেমায় সদলবলে হাজির বিমান-সূর্য-সুজনরা
Next articleRCB: মুম্বইকে খোলা চিঠি আরসিবির, লেখা হল ‘লাল পরিবর্তন হচ্ছে নীলে’