Sunday, November 9, 2025

বাংলায় ফেসবুকে রাজনীতি হয় না: ফুল-বদলের পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ অর্জুনের

Date:

Share post:

“ঘরের ছেলে ঘরে ফিরে এলাম। বাংলায় এসি ঘরে বসে ফেসবুকে রাজনীতি করা যায় না, ময়দানে নেমে লড়াই করতে হয়”। পুরনো দলে ফিরেই বঙ্গ বিজেপিকে (BJP) তুলোধনা করলেন অর্জুন সিং (Arjun Singh)। সব জল্পনার অবসান ঘটিয়ে রবিবাসরীয় বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দেন বারাকপুরের সাংসদ। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, পাট নিয়ে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রের মোদি সরকার। মাত্র ২৫% পাওয়া গিয়েছে। বাকি ৭৫ শতাংশের আদায় করতে হলে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) মতো লড়াকু নেত্রীর প্রয়োজন।

পাটের দামের উর্ধ্বসীমা থেকে শুরু করে বঙ্গ বিজেপির নেতৃত্ব- সব বিষয় নিয়েই দলের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে ক্ষোভ উগরে দিয়েছেন বারাকপুরের নেতা অর্জুন সিং। বিজেপির আরেক নেতা অনুপম হাজরা সে সময় বলেছিলেন, অর্জুনের মতো সংগঠকের কথা দলের গুরুত্ব দিয়ে শোনা উচিত। অর্জুনের রাগ কমাতে বেশ কয়েকবার তাঁকে দিল্লি ডেকে পাঠিয়েছিলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি। কিন্তু কথায় চিড়ে ভেজে নিন। শেষ পর্যন্ত ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ফের জোড়া ফুলে ফিরে এলেন অর্জুন। সাংবাদিক বৈঠকে জানিয়ে দিলেন, অসুস্থ থাকায় তাঁর ছেলে পবন সিং এদিন আসতে পারেননি। কিন্তু তিনিও তৃণমূলে ফিরে আসবেন।

অর্জুনের ফুল বদলে যে প্রশ্নটা সবচেয়ে বেশি উঠে এসেছে তাহল, কেন এই বদল? ২০১৯-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে গিয়ে ভোটে জিতে সাংসদ হয়েছিলেন অর্জুন সিং। তাহলে সমস্যা কোথায়? অর্জুন স্পষ্ট জানিয়ে দিলেন রাজনীতি করতে গিয়ে বাংলার ক্ষতি করছে বিজেপি। রাজ্যের উন্নতিতে তাদের সামান্য আগ্রহ নেই। বারাকপুরের সাংসদের মতে, দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার রাজনীতির ধরন আলাদা। এখানে মাঠে-ময়দানে নেমে মানুষের পাশে থেকে লড়াই করতে হয়। সেই ভাবে লড়াই করেই তারা সিপিএমকে হটিয়েছিলেন বলেও জানান অর্জুন। তারপরেই পুরনো দল বিজেপিকে কটাক্ষ করে অর্জুনের মন্তব্য, এসি ঘরে বসে ফেসবুকে রাজনীতি বাংলায় চলে না। সেভাবে অন্য রাজ্যে জেতা যায়, বাংলার মাটিতে আঁচড় কাটা যায় না।

তাহলে কি তিনি সাংসদ পদে ইস্তফা দেবেন? এই প্রশ্নের সাফ জবাব অর্জুনের। অধিকারীদের নাম না করে তিনি বলেন, তৃণমূলের দুই সাংসদ পদ না ছেড়েও বিজেপির সঙ্গে রয়েছেন। তাদের সঙ্গে মিটিং করছেন। তাদের হয়ে প্রচার করছেন। তাঁরা যেদিন ইস্তফা দেবেন, তার পাঁচ মিনিটের মধ্যেই অর্জুন সিং ইস্তফা দেবেন বলে জানিয়ে দেন। অর্জুনের মতে, আগামী দিনে বড় লড়াই আসছে। আর সেই লড়াইয়ে নেতৃত্ব দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্জুন যে ২০২৪ এর লোকসভা নির্বাচনের কথা বলেছেন এই মন্তব্য থেকেই তা স্পষ্ট। বিজেপিতে থেকে অর্জুনের অভিযোগ ছিল, ঢাল-তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে আছেন তিনি। এবার তৃণমূল তাঁকে কী দায়িত্বে রাখে সেটাই দেখার।

আরও পড়ুন- Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

 

spot_img

Related articles

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...

গ্রিন লাইনে ট্র্যাফিক ব্লক, রবির শেষ মেট্রোসূচিতে বদল!

ছুটির দিনে মহানগরীর পাতাল পরিষেবায় বদল। হাওড়া ময়দান - সেক্টর ফাইভ (Howrah Maidan to Sector V) রুটে শেষ...