২৫০ তম জন্মবার্ষিকীতে ‘হেরিটেজ’ তকমা পেল রামমোহনের  জন্মভিটে,বসল ফলক

২৫০ তম জন্মবার্ষিকীতে  সরকারিভাবে ‘হেরিটেজ’ তকমা(Heritage Status) পেল সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের (Raja Rammohan Roy)জন্মভিটে। ২২ মে রবিবার তাঁর বসতভিটেতে বসল ‘হেরিটেজ’ ফলক।

খানাকুলের রাধানগরে অবস্থিত তাঁর পৈতৃক ভিটেটি বহু দিন ধরেই জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। এই বাড়িতেই  ১৭৭২  সালের ২২ মে জন্মেছিলেন রাজা রামমোহন রায়। বাড়িটির যাতে যথাযথ রক্ষণাবেক্ষণ হয় সেই কারণে  পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল গত ১২ জানুয়ারি তাঁর জন্মভিটে এলাকাটি ঘুরে দেখে যায়। এছাড়াও রামমোহনের স্মৃতিবিজড়িত কয়েকটি এলাকাও ঘুরে দেখেন তাঁরা।

এরপরেই রবিবার রাজা রামমোহন রায়ে ২৫০ তম জন্মবার্ষিকীর দিন  তাঁর জন্মভিটেকে হেরিটেজ সাইটের মর্যাদা দিল রাজ্য সরকার। লাগানো হল ফলক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান শুভাপ্রসন্ন ভট্টাচার্য, সম্পাদক উমাপদ চট্টোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান, আরামবাগ সাংসদ অপরূপা পোদ্দার, মহকুমাশাসক হাসিনা জাহেরা রিজভি, এসডিপিও অভিষেক মণ্ডল, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়-সহ প্রশাসনিক আধিকারিকরা।

এইদিন চেয়ারম্যান শুভাপ্রসন্ন বলেন, ‘‘রাজ্য সরকার ভারত পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেকে হেরিটেজ ঘোষণা করেছে। আগামিদিনে এই পবিত্র স্থানকে ঢেলে সাজানো হবে। পাশাপাশি, রাজা রামমোহন রায়কে নিয়ে অনেক কিছুই ভাবনা রয়েছে সরকারের। তার দ্রুত বাস্তবায়ন হবে।’’

হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান বলেন, ‘‘নবজাগরণের অন্যতম পথিকৃৎ রাজা রামমোহন রায়ের জন্মভিটেকে হেরিটেজ তকমা দিল সরকার। ফলে সারা দেশে ঐতিহ্যের বিশেষ বার্তা পৌঁছবে।’’

আরও পড়ুন- পরচুলা পরে বিয়ে করতে এসে ধরা পড়লেন বর! বিয়ে ভাঙলেন পাত্রী

Previous articleবাংলায় ফেসবুকে রাজনীতি হয় না: ফুল-বদলের পরেই বিজেপিকে তীব্র কটাক্ষ অর্জুনের
Next articleঅর্জুনকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে টুইট অভিষেকের, ৩০ তারিখ শ্যামনগরে সভা