রবিবার সন্ধ্যায় শেষ হচ্ছে ২০২২ আইপিএলের (IPL) গ্রুপ পর্বের ম্যাচ। ইতিমধ্যে চলতি আইপিএল পেয়ে গিয়েছে খেতাবি লড়াইয়ে থাকার চার দাবিদারকে। এরা হল গুজরাত টাইটান্স (Gujrat Titans), লখনউ সুপার জায়েন্টস( LSG) , রাজস্থান রয়্যালস ( Rajasthan Royals)ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (RCB)। ২৪ তারিখ দিয়ে শুরু আইপিএলের প্লে-অফের ম্যাচ। ইতিমধ্যে কোয়ালিফায়ার ওয়ান এলিমিনেটর ম্যাচ খেলতে চারটি দল পৌঁছে গিয়েছে কলকাতায়।একনজরের প্লে-অফের সময়সূচি।

আইপিএল প্লে-অফ সূচি:
কোয়ালিফায়ার ওয়ান :
গুজরাত টাইটান্স বনাম রাজস্থান রয়্যালস।
২৪ মে মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে।

এলিমিনেটর:
লখনউ সুপার জায়েন্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
২৫ মে বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে কলকাতার ইডেন গার্ডেন্সে।

কোয়ালিফায়ার টু :
কোয়ালিফায়ার ওয়ানের পরাজিত দলের মুখোমুখি হবে এলিমিনেটরের জয়ী দল।
২৭ মে শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আইপিএল ফাইনাল
প্রথম কোয়ালিফায়ারের জয়ী দলের বিরুদ্ধে খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ারের জয়ী দল।
২৯ মে রবিবার রাত ৮টায় আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

আরও পড়ুন:Rajasthan Royals: কলকাতায় প্রবেশ করতেই মাঝ আকাশে ঝড়ের মুখে অশ্বিন-চ্যাহালরা, ভিডিও পোস্ট রাজস্থানের
