Sunday, January 11, 2026

Mimi Chakraborty: সাংসদ মিমি চক্রবর্তীর উদ্যোগে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির

Date:

Share post:

কথা দিয়েছিলেন মানুষের পাশে থাকবেন, যখনই দরকার হবে মানুষ তাঁকে পাশে পাবেন। কথা রাখলেন তৃণমূল (TMC) সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। এবার তাঁর উদ্যোগেই পাটুলিতে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির (Health and eye examination camp) এর আয়োজন করা হল।

সুস্থ থাকতে গেলে স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। কিন্তু সব সময় স্থানীয় হাসপাতাল বা ডাক্তারের কাছে নানা কারণে যাওয়া সম্ভব হয় না। এবার পাশে দাঁড়ালেন যাদবপুর (Jadavpur) লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী(Mimi Chakraborty)। মূলত তাঁর উদ্যোগে এবং ১১০ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি স্বরাজ কুমার মন্ডলের(Swaraj Kumar Mondal) সহযোগিতায় আজ অর্থাৎ রবিবার ২২ মে এবং আগামিকাল সোমবার ২৩ মে এই দু’দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন।

ঘড়ির কাঁটায় ঠিক সকাল দশটা, শিবিরে উপস্থিত হন সাংসদ মিমি চক্রবর্তী, তাঁর সঙ্গে অনুষ্ঠানের উদ্বোধনে ছিলেন দেবব্রত মজুমদার । সাংসদ অফিসের পাশেই ‘অর্পণ’ নামের একটি বাড়িতেই এই শিবিরের আয়োজন। আজ ও আগামিকাল এই দুদিন সকাল ১০ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরের যাঁরা যাঁরা আসবেন বিনামূল্যে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা হবে,  পাশাপাশি চক্ষু পরীক্ষার ব্যবস্থাও রাখা হয়েছে। ইয়ং ইন্ডিয়ান্স নামক এক এনজিও সংস্থা এই উদ্যোগ নিয়েছে। মঞ্চে তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মিমি চক্রবর্তী জানান, সকলের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না। তাই উদ্যোক্তা ও শুভাকাঙ্খীদের ধন্যবাদ দেন তিনি। পাশাপাশি এই শিবির থেকে চক্ষু পরীক্ষার পর প্রয়োজন হলে, মাত্র ১৫ মিনিটের মধ্যে বিনামূল্যে চশমা দেওয়া হবে এমনকি কর্নিয়া বা ছানি অপারেশনের প্রয়োজন হলে দুসপ্তাহের মধ্যে বিনামূল্যে তা করে দেওয়া হবে বলেও এ দিন জানান তৃণমূল সাংসদ।



spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...