চোখরাঙাচ্ছে বিএ.৪, এবার আক্রান্তের হদিশ মিলল তামিলনাড়ুতে

করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখরাঙাচ্ছে তীব্র সংক্রামক ওমিক্রনের উপরূপ বিএ.৪-র সংক্রমণ। তামিলনাড়ুতে ফের মিলল এই রোগে আক্রান্তের দ্বিতীয় ব্যক্তির হদিশ। তামিলনাড়ু প্রশাসন সূত্রের খবর,চেন্নাই থেকে ৩০ কিলোমিটার দূরে চেঙ্গলপাট্টু জেলার নভালুরের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস।


আরও পড়ুনঃকালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ওমিক্রনের নতুন রূপ নিয়ে আশঙ্কা ছড়াচ্ছে ভারতে।  ভারতে বিএ.৪ রূপে প্রথম আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল হায়দরাবাদে। শুক্রবার ওই ব্যক্তির শরীরে কোভিডের এই নয়া রূপের নমুনা মেলে। জানা গেছে, দক্ষিণ আফ্রিকা থেকে হায়দরাবাদ ফিরেছিলেন ওই ব্যক্তি। তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন, সবাইকে চিহ্নিত করার কাজ শুরু করে স্বাস্থ্য দফতর। এরই মধ্যে শনিবার ফের দ্বিতীয় বিএ.৪ আক্রান্তের সন্ধান মিলল।




রবিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ২২৬ জন। যা কমবেশি আগের দিনের মতোই। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ কেস ১৪ হাজার ৯৫৫ জন। যা গতকালের থেকে সামান্য কম। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬৫ জন।

Previous articleকালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা
Next articleউত্তরপ্রদেশে দুর্ঘটনার কবলে বরযাত্রী বোঝাই গাড়ি,মৃত ৮,শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর