কালবৈশাখীর লন্ডভন্ড তিলোত্তমা, রবিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

শনিবারের কালবৈশাখীর জেরে লন্ডভন্ড তিলোত্তমা। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হয়েছে বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি হয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।

আরও পড়ুন:ভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন


আজ, রবিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর জানিয়েছে,উত্তরমুখী মৌসুমী বায়ু। ক্রমশ রাজ্যের দিকে এগিয়ে আসছে বর্ষা। এরফলে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে। এর কারণে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। তবে গরম কমবে না। পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।




গতকালের প্রবল বৃষ্টিতে ও ঝড়ের জেরে গাছ পড়ে বহু জায়গায় বিপত্তি ঘটে । গাছ পড়ে একাধিক জায়গায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়।ব্যাহত হয় ট্রেন চলাচলও। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও। সব মিলিয়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে বেলুড়, ডানকুনি, কামারকুণ্ডু, ভট্টনগরে ওভারহেড লাইনে পাওয়ার অফ হয়ে বিপত্তি ঘটে। হাওড়া ও শিয়ালদায় আটকে পড়ে রাজধানী। অন্যদিকে বৃষ্টি হয় পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, তমলুকে।

Previous articleভূস্বর্গে টানেল ধসে মৃত্যু বাঙলার ৫ শ্রমিকের, পরিবারের পাশে প্রশাসন
Next articleচোখরাঙাচ্ছে বিএ.৪, এবার আক্রান্তের হদিশ মিলল তামিলনাড়ুতে