Friday, November 14, 2025

সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’, বিমানের ‘ফার্স্ট লুক’প্রকাশ্যে

Date:

শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নয়া বেসরকারি বিমান সংস্থা ‘আকাশ এয়ার’(Akash Air)। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala)সস্তার  উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’ইতিমধ্যেই উড়ান মন্ত্রকের কাছ থেকে পেয়ে গেছে এনওসি  শংসাপত্র। জানা গেছে,’ আকাশ এয়ার’ এর বিমান আকাশে ডানা মেলতে পারে আগামী জুলাই মাসে। সোমবার এই নয়া সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে এল। আকাশ এয়ারের তরফেই ওই ছবি টুইট করা হয়। সঙ্গে ক্যাপশন দেওয়া হয় যাতে লেখা রয়েছে,“শান্ত থাকতে পারছি না! স্বাগত জানান আমাদের কিউ পি বিমানকে।” কিউ পি হল আকাশ এয়ারের কোড।

কিছুদিন আগেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে এলেও নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই বাণিজ্যিক উড়ানে ছাড় দেওয়া হবে।এরপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবার তাদের বিমানের ছবি প্রকাশ্যে এল।

ইতিমধ্যেই  অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গিয়েছিল নয়া বিমান সংস্থাটি। এই সংস্থার ম্যনেজিং ডিরেক্টর বিনয় দুবে বলেন, “জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে বিমান চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।”

প্রসঙ্গত, গতবছরেই শোনা গেছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন।এই উড়ান পরিষেবার সাফল্যের চাবিকাঠি হবে এর খরচ। বলা হচ্ছে এই এয়ারলাইন্সে যাতায়াত হবে তুলনায় সাশ্রয়ী। ফলে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করতে পারবেন।

আরও পড়ুন- তাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version