Wednesday, August 27, 2025

সস্তার উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’, বিমানের ‘ফার্স্ট লুক’প্রকাশ্যে

Date:

শীঘ্রই আত্মপ্রকাশ করতে চলেছে ভারতের নয়া বেসরকারি বিমান সংস্থা ‘আকাশ এয়ার’(Akash Air)। ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালার (Rakesh Jhunjhunwala)সস্তার  উড়ান পরিষেবা ‘আকাশ এয়ার’ইতিমধ্যেই উড়ান মন্ত্রকের কাছ থেকে পেয়ে গেছে এনওসি  শংসাপত্র। জানা গেছে,’ আকাশ এয়ার’ এর বিমান আকাশে ডানা মেলতে পারে আগামী জুলাই মাসে। সোমবার এই নয়া সংস্থার বিমানের ছবি প্রকাশ্যে এল। আকাশ এয়ারের তরফেই ওই ছবি টুইট করা হয়। সঙ্গে ক্যাপশন দেওয়া হয় যাতে লেখা রয়েছে,“শান্ত থাকতে পারছি না! স্বাগত জানান আমাদের কিউ পি বিমানকে।” কিউ পি হল আকাশ এয়ারের কোড।

কিছুদিন আগেই দেশের বিমান পরিচালন নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (Directorate General of Civil Aviation) জানিয়েছিল, আকাশ এয়ারের প্রথম বিমান জুন বা জুলাই মাসে কোম্পানির হাতে এলেও নির্দিষ্ট নিয়ম মেনে কয়েকটি পরীক্ষামূলক উড়ানের পরেই বাণিজ্যিক উড়ানে ছাড় দেওয়া হবে।এরপরেই সব জল্পনার অবসান ঘটিয়ে প্রথমবার তাদের বিমানের ছবি প্রকাশ্যে এল।

ইতিমধ্যেই  অসামরিক বিমান পরিষেবা মন্ত্রকের ছাড়পত্র পেয়ে গিয়েছিল নয়া বিমান সংস্থাটি। এই সংস্থার ম্যনেজিং ডিরেক্টর বিনয় দুবে বলেন, “জুন মাসের মাঝামাঝি সময়ে আমাদের হাতে বিমান চলে আসবে। তা পেলেই আমরা অপারেটিং পারমিট পাওয়ার বিষয়ে একধাপ এগোতে পারব। এরপর নিয়মমতো পরীক্ষামূলক উড়ানের ব্যবস্থা করব। যার মাধ্যমে আমরা এওপি-র (এয়ার অপারেটর পারমিট) অনুমোদন পাব।”

প্রসঙ্গত, গতবছরেই শোনা গেছিল ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা নতুন এয়ারলাইন্স চালু করতে চলেছেন।এই উড়ান পরিষেবার সাফল্যের চাবিকাঠি হবে এর খরচ। বলা হচ্ছে এই এয়ারলাইন্সে যাতায়াত হবে তুলনায় সাশ্রয়ী। ফলে অনেক বেশি মানুষ আকাশপথে সফর করতে পারবেন।

আরও পড়ুন- তাইওয়ানে চিন হামলা চালালে সেনা পাঠাবে আমেরিকা: স্পষ্ট বার্তা বাইডেনের

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version