“এই বেলা কখনওই শেষ হবে না” আমূলের কার্টুনে শ্রদ্ধার্ঘ্য- সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে

‘বেলাশুরু’র জুটিকে শ্রদ্ধার্ঘ্য আমূলের

আমূলের কার্টুনে বিশেষ শ্রদ্ধাজ্ঞাপন করা হল ‘বেলাশুরু’র (Belashuru)সৌমিত্র চট্টোপাধ্যায়(Soumitra Chatterjee)স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)জুটিকে। দুই প্রয়াত কিংবদন্তির অভিনেতা অভিনেত্রী অভিনীত সিনেমাকে শ্রদ্ধা জানিয়েই কার্টুনটি তৈরি করা হয়েছে। ‘বেলাশুরু’প্রথম দিনে থেকেই সাফল্যের মুখ দেখেছে। প্রায় ৩৫ লক্ষ টাকার ব্যবসা করেছে ছবিটি। ‘বেলাশুরু’তে বিশ্বনাথ ওরফে সৌমিত্র চট্টোপাধ্যায়, আরতি ওরফে স্বাতীলেখা সেনগুপ্ত রয়েছেন কেন্দ্রীয় চরিত্রে।ছবিতে অ্যালঝাইমার্স রোগের শিকার হয়ে স্মৃতি হারান আরতি। অসুস্থ স্ত্রীর খেয়াল রাখেন বিশ্বনাথ। একটি দৃশ্যে পরমযত্নে আরতির চুল আঁচড়ে দিচ্ছেন বিশ্বনাথ। সেই দৃশ্যটিই কার্টুনের মাধ্যমে তুলে ধরল আমূল সংস্থা আর ছবির ক্যাপশনে লেখা হয়েছে “এই বেলা কখনওই শেষ হবে না।” টুইটারে আবার ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “সৌমিত্র চট্টোপাধ্যায় এবং স্বাতীলেখা সেনগুপ্ত জুটির কামব্যাক ছবি বেলাশুরু। ভারতীয় সিনেমায় এই প্রথমবার দুই মুখ্য চরিত্র আর বেঁচে নেই।” আমূল ডট কুপের পক্ষ থেকে কার্টুনটি পোস্ট করা হয়েছে।

প্রসঙ্গত সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ছবিতে প্রথমবার জুটি বেঁধেছিলেন সৌমিত্র ও স্বাতীলেখা। বহু বছর পর আবার টলিউডের পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি‘বেলাশেষে’র মাধ্যমে আত্মপ্রকাশ করেন তাঁরা। ২০১৫ সালে ‘বেলাশেষে’ ২০২২-এ মুক্তি পেল ‘বেলাশুরু’। যদিও তার আগেই ছবির প্রয়াত হয়েছেন বিশ্বনাথ, আরতি। শিল্পী তাঁদের শিল্পের মধ্যেই বেঁচে থাকেন।তাঁদের শেষ সিনেমাকে শ্রদ্ধা জানালো আমূল। আমুলকে ধন্যবাদ জানিয়ে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন “এর থেকে সুন্দর, আর গর্বের মুহূর্ত হয় না”।

আরও পড়ুন:উল্টোডাঙায় বন্ধ একাধিক রুটের অটো, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

 

 

Previous articleউল্টোডাঙায় বন্ধ একাধিক রুটের অটো, চূড়ান্ত হয়রানি যাত্রীদের
Next articleকোভিড আবহে ‘দুর্দান্ত পরিষেবা,’ আশাকর্মীদের সম্মান জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO