উল্টোডাঙায় বন্ধ একাধিক রুটের অটো, চূড়ান্ত হয়রানি যাত্রীদের

মোট ৭টি রুটের অটো বন্ধ।

ব্যস্তদিনের শুরুতেই উল্টোডাঙার ৩টি রুটের অটো (Auto) বন্ধ। চূড়ান্ত হয়রানির শিকার যাত্রীরা। উল্টোডাঙা থেকে লেকটাউন (Laketown), উল্টোডাঙা থেকে বাগুইআটি (Baguiati) ও উল্টোডাঙা থেকে সল্টলেক রুটের অটো সোমবার সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়। সপ্তাহের প্রথম কাজের দিন সকালে দুর্ভোগে পড়েন যাত্রীরা। অটো চালকদের অভিযোগ, পুলিশ গার্ডরেল দেওয়ায় যে জায়গা থেকে অটো ঘোরানো হত সেটা সম্ভব হচ্ছে না। এর জেরে অনেকটা ঘুরে স্ট্যান্ডে আসতে হচ্ছে, এতে খরচ বাড়ছে। পুলিশের দাবি, ১৫ নম্বর বাসস্ট্যান্ড থেকে অটো ঘোরানোয় যানজটের সৃষ্টি হয়। সেই কারণেই রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর প্রতিবাদে তিন রুটের অটো বন্ধ রাখেন চালকরা।

এরপরে, উল্টোডাঙা থেকে জোড়াবাগান, আহিরীটোলা ঘাট, শোভাবাজার রুটের অটো চালকরাও অটো চলাচল বন্ধ করে দেন। তাঁদের অভিযোগ, সল্টলেক, এয়ারপোর্ট রুটের অটো মুচিবাজার হয়ে গেলে তাঁদের প্যাসেঞ্জার কমে যাচ্ছে। এই টানাপোড়েনের মধ্যে এদিন চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা।

আরও পড়ুন:সরকার বদলানোর ক্ষমতা রাখেন কৃষকরা: অন্নদাতাদের একজোট হওয়ার ডাক চন্দ্রশেখরের

 

 

Previous articleEden: রাত পোহালেই ইডেনে আইপিএল-এর প্লে-অফের ম‍্যাচ, সেজে উঠল ক্রিকেটের নন্দনকানন
Next article“এই বেলা কখনওই শেষ হবে না” আমূলের কার্টুনে শ্রদ্ধার্ঘ্য- সৌমিত্র-স্বাতীলেখা জুটিকে